শেন ওয়ার্নের শেষকৃত্য, পেছালো দ্য হানড্রেডের প্লেয়ার ড্রাফট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৭ মার্চ ২০২২
শেন ওয়ার্নের শেষকৃত্য, পেছালো দ্য হানড্রেডের প্লেয়ার ড্রাফট

ওপারে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন! চলতি মাসের ৩০ তারিখ মেলবোর্নে অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য অনুষ্ঠান। একই দিনে আয়োজিত হওয়ার কথা ছিল দ্য হানড্রেডের প্লেয়ার ড্রাফট। শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানের সাথে সাংঘর্ষিক হওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে দ্য হানড্রেডের প্লেয়ার ড্রাফট।

চলতি বছরের ৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ওপারে পাড়ি জমান শেন ওয়ার্ন। এরপরে জানানো হয়, মার্চের ৩০ তারিখ অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য অনুষ্ঠান। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এই শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

শেন ওয়ার্নের এই শেষকৃত্য অনুষ্ঠানের সাথে সাংঘর্ষিক হয় বিধায় প্লেয়ার ড্রাফটের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জানিয়েছে, এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে এই প্লেয়ার ড্রাফটের সময়। 

প্লেয়ার ড্রাফটের নতুন তারিখ এখনও চূড়ান্ত করেনি ইসিবি। শীঘ্রই প্লেয়ার ড্রাফটের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে ইংলিশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে দ্য হানড্রেডের দল লন্ডন স্পিরিটকে এবার নামতে হবে নতুন কোচের খোঁজে। প্রথম মৌসুমে দলটির হেড কোচের ভূমিকায় ছিলেন শেন ওয়ার্ন। দ্বিতীয় মৌসুমেও একই দলের প্রধান কোচের ভূমিকায় থাকার কথা ছিল তার।

খেলোয়াড়ি জীবনে ১৫২ টেস্টে ৭০৮ উইকেট শিকার করেছেন শেন ওয়ার্ন। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই নম্বরে অবস্থান আছেন এই লেগ স্পিনার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 


শেয়ার করুন :


আরও পড়ুন

‘আইকনিক’ এমসিজিতে অনুষ্ঠিত হবে ওয়ার্নের শেষকৃত্য

‘আইকনিক’ এমসিজিতে অনুষ্ঠিত হবে ওয়ার্নের শেষকৃত্য

শেন ওয়ার্ন : সোনালী চুলের ‘রহস্যময়’ ঘূর্ণি জাদুকর

শেন ওয়ার্ন : সোনালী চুলের ‘রহস্যময়’ ঘূর্ণি জাদুকর

ওয়ার্নের লেগ স্পিন শিল্পের ‘সেরা’ আট

ওয়ার্নের লেগ স্পিন শিল্পের ‘সেরা’ আট

এমসিজিতে হচ্ছে ওয়ার্নের নামে বিশেষ স্ট্যান্ড

এমসিজিতে হচ্ছে ওয়ার্নের নামে বিশেষ স্ট্যান্ড