ভবিষ্যতের জন্য শাহীনকে প্রস্তুত করতে চান শন টেইট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২০ মার্চ ২০২২
ভবিষ্যতের জন্য শাহীনকে প্রস্তুত করতে চান শন টেইট

পাকিস্তানের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইট। দলের সাথে যোগ দিয়েই বোলারদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তিনি। এদের মধ্যে শাহীন আফ্রিদিকে মনে ধরেছে তার। ভবিষ্যতের জন্য শাহীনকে প্রস্তুত করতে চান বলে জানিয়েছেন টেইট।

শাহীন শাহ আফ্রিদিকে বিশ্বের সবচেয়ে ‘বিপদজনক’ বোলারদের একজন হিসেবে মূল্যায়ন করেছেন টেইট। এই বাঁহাতি পেসারের দক্ষতার উন্নতি এবং আরও পরিণত করে তোলার জন্য উন্মুখ হয়ে আছেন অজি গ্রেট।

সাবেক অজি তারকা বলেন, ‘যখন সে (শাহীন) সুস্থ এবং ছন্দে থাকে তখন সে বিশ্বের অন্যতম বিপদজনক একজন বোলার হয়ে ওঠে। আমি তাকে ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করব।’

টেইট তার ক্যারিয়ারে সবচেয়ে উগ্র এবং আক্রমণাত্মক ফাস্ট বোলার হিসেবে পরিচিত ছিলেন। এ নিয়ে অনেক জায়গায় অনেক কথা হলেও টেইটের মতে, আক্রমনাত্মকতা হলো ফাস্ট বোলিংয়ের সৌন্দর্য্য।

পাকিস্তানি বোলারদের নিজের মতো করে তৈরি করতে চান জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি। আমি পাকিস্তানি বোলারদের মধ্যে একই আবেগ এবং আগ্রাসনটা দেখতে চাই।’

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহাসিক সিরিজের শুরু থেকেই টেইট পাকিস্তান দলে যোগ দিতে প্রস্তুত ছিলেন কিন্তু তার বাবার আচমকা মৃত্যুর কারণে দলে যোগ দিতে পারেননি।

এই ব্যাপারে ভার্চুয়াল মিডিয়া কনফারেন্সে টেইট বলেন, ‘আমি অস্ট্রেলিয়ান সিরিজের জন্য দেরিতে স্কোয়াডে যোগ দিয়েছিলাম তবে চমৎকার ড্রেসিংরুমের পরিবেশের কারণে কোন অসুবিধা হয়নি।’

ডানহাতি পেসার পাকিস্তানে আগমনের পরই উষ্ণ অভ্যর্থনা পান। কোনো বাধা ছাড়াই পরিবেশের সাথে মানিয়ে নেন। তিনি বলেন, ‘আমি উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। পাকিস্তান ফাস্ট বোলিং প্রতিভায় পূর্ণ। আমি পাকিস্তানে প্রতিভাবান তরুণ পেসারদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

বোলারদের মানসিক দিকটা নিয়েও কাজ করবেন জানিয়ে টেইট বলেন, ‘চাপের মধ্যে আরও ভালো পারফর্ম করার জন্য আমি তাদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করব। ক্রিকেটারদের সাহায্য করার মানসিকতা নিয়েই অবসরের পর কোচিংয়ে যোগ দিয়েছিলাম।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

পিসিবির হল অব ফেমে জাভেদ মিয়াঁদাদ

পিসিবির হল অব ফেমে জাভেদ মিয়াঁদাদ

তৃতীয় টেস্টে পাকিস্তান জয়ের জন্য খেলবে: সাকলাইন মুশতাক

তৃতীয় টেস্টে পাকিস্তান জয়ের জন্য খেলবে: সাকলাইন মুশতাক

লকডাউন অমান্য করায় পেরুর ফুটবল তারকা গ্রেফতার

লকডাউন অমান্য করায় পেরুর ফুটবল তারকা গ্রেফতার

শাহীন আফ্রিদির মহানুভবতা, বাড়ি পাচ্ছেন জামান খান

শাহীন আফ্রিদির মহানুভবতা, বাড়ি পাচ্ছেন জামান খান