তৃতীয় টেস্টে পাকিস্তান জয়ের জন্য খেলবে: সাকলাইন মুশতাক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ পিএম, ১৯ মার্চ ২০২২
তৃতীয় টেস্টে পাকিস্তান জয়ের জন্য খেলবে: সাকলাইন মুশতাক

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচই ড্র হয়েছে। এর মধ্যে দ্বিতীয় টেস্টে নিশ্চিত হারে মুখ থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচের উদ্যমটা ধরে রেখে শেষ ও তৃতীয় টেস্টে পাকিস্তান জয়ের জন্য খেলবে বলে জানিয়েছেন পাকিস্তানের কোচ সাকলাইন মুশতাক।

শুক্রবার (১৮ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশতাক বলেন, ‘দ্বিতীয় টেস্টে লড়াইয়ের পরে আমরা খুব আশাবাদী। আমরা ফলাফল পেতে জয়ের জন্য (তৃতীয় টেস্টে) খেলব। স্পষ্টতই আমরা ফলাফল চাই এবং এই সিরিজটি জিততে চাই। আমরা ফাইনাল টেস্টে কঠিন ক্রিকেট খেলতে প্রস্তুত।’

শেষ হওয়া দুই টেস্টে কোনো ফলাফল না আসলেও এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে আটটি। এর মধ্যে ছয়টি করেছেন পাকিস্তানি ব্যাটাররা এবং দুটি অস্ট্রেলিয়া। দুই ম্যাচের মধ্যে রাওয়ালপিন্ডিতে উইকেট পড়েছে মাত্র ১৪টি এবং করাচিতে ২৮টি।

এমন ফলাফলের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার থেকে গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের পিচ প্রস্তুতির তদারকি করার জন্য আইসিসি একাডেমির সাবেক প্রধান কিউরেটর টবি লুমসডেনকে ডেকে নিয়ে এসেছে।

পাকিস্তান কোচ অবশ্য স্বীকার করেছেন যে সিরিজের প্রস্তুতি এবং পরিকল্পনায় টিম ম্যানেজমেন্ট কিছু ভুল করেছে। তবে তারাও তো মানুষ। তারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছে। প্রথম দুই টেস্টের পিচ পাকিস্তানের জন্য সহায়ক ছিল না এমনটা মানতে নারাজ সাকলায়েন।

তিনি বলেন, ‘হ্যাঁ দ্বিতীয় টেস্টের উইকেটটি ধীরগতির ছিল কিন্তু একটি স্মরণীয় টেস্ট ম্যাচের জন্য ঠিক ছিল। স্পিন, রিভার্স সুইং এবং বেশ বাউন্স থাকায় লড়াইয়ের সব উপকরণই ছিল। দুই দলই কঠিন লড়াই করেছিল। যা এই টেস্ট ম্যাচটাকে স্মরনীয় করে তুলেছে।’

প্রথম টেস্ট পিচ সম্পর্কে মুশতাকের মতামত, আবহাওয়া ও ভারী রোলার ব্যবহারের কারণে এটি ধীর থেকে ধীরতর হয়ে গেছে। তিনি বলেন, ‘সত্যি বলতে গেলে, আবহাওয়া যদি কোনো ভূমিকা না রাখতো। আমরা যদি ৬০-৭০ ওভার (বৃষ্টির কারণে) না হারতাম তাহলে একটি দুর্দান্ত টেস্ট ম্যাচ হতো। হয়তো ফলাফলও আসতো।’

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম দুই টেস্ট ড্র হওয়ায় তৃতীয় টেস্ট রূপ নিয়েছে শিরোপা নির্ধারনী লড়াইয়ে। ২১ মার্চ (সোমবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

রাজনৈতিক ‌‘কারণে’ রাওয়ালপিন্ডিতে হচ্ছে না অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ

রাজনৈতিক ‌‘কারণে’ রাওয়ালপিন্ডিতে হচ্ছে না অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই সরফরাজ-ইমাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই সরফরাজ-ইমাদ

‘বিশ্বে এ মুহূর্তে বাবর সেরা ব্যাটার’

‘বিশ্বে এ মুহূর্তে বাবর সেরা ব্যাটার’

পাল্টে যাচ্ছে গাদ্দাফি স্টেডিয়ামের নাম

পাল্টে যাচ্ছে গাদ্দাফি স্টেডিয়ামের নাম