‘দ্রুত উইকেট হারিয়ে ফেললে ফিরে আসা কঠিন’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২২ মার্চ ২০২২
‘দ্রুত উইকেট হারিয়ে ফেললে ফিরে আসা কঠিন’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে শেষ ওভারের ম্যাচ হেরেছিল বাংলাদেশের মেয়েরা। ওই ম্যাচের পর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশার বাণী শুনিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা। ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেনি বরং ব্যাটিং ব্যর্থতায় আরও একবার হারের মুখ দেখেছে বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (২২ মার্চ) ভারতের বিপক্ষে ইনিংসের শুরুতেই স্কোরবোর্ডে ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দ্রুত উইকেট হারিয়ে ফেলার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিগার সুলতানা জ্যোতি বাহিনী। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ১১০ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে।

তাই তো ম্যাচ শেষে শুরুর ওই ব্যাটিং বিপর্যয়কেই ম্যাচ হারের প্রধান কারণ বলে উল্লেখ করেন অধিনায়ক নিগার সুলতানা।

তিনি বলেন, ‘দ্রুত উইকেট হারিয়ে ফেললে ফিরে আসা কঠিন। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। আমরা শেষ দুই ম্যাচে কোনো বড় জুটি গড়তে পারিনি।’

ব্যাট হাতে সফল না হলেও বোলিংয়ে নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে বাংলাদেশ। নিয়মিত বড় স্কোর করা ভারতকে মাত্র ২২৯ রানেই থামিয়ে দিয়েছে সালমা-জাহানারারা।

তাই তো বোলারদের প্রশংসা করতে ভুল করেননি অধিনায়ক নিগার সুলতানা। তিনি বলেন, ‘আজকে আমরা ভালো বোলিং করেছি এবং তাদেরকে অল্প রানের মধ্যেই আটকে রেখেছি। এটা ভালো দিক ছিল। আজকে (মঙ্গলবার) সালমা আর ঋতুমনি ভালো বোলিং করেছে।’

বিশ্বকাপের প্রথম চার ম্যাচে বাংলাদেশ দলের উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন শামীমা সুলতানা। তবে ভারতের বিপক্ষে উইকেটরক্ষকের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন অধিনায়ক নিগার সুলতানা নিজেই। উইকেটের পিছনে দাঁড়িয়ে অধিনায়কের কাজ করা বেশ সহজ হয়েছে বলেও জানান তিনি।

বলেন, ‘শামীমা আজকে খেলনি। তাই আমি কিপিং করেছিলাম। এটা আমার অধিনায়কত্বকে অনেক সহজ করে দিয়েছে।’

নিজেদের কঠিন পরিস্থিতি মোকাবিলা নিয়েও কাজ করতে হবে বলেও জানান অধিনায়ক। তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতিতে নার্ভ ধরে রাখতে হবে এবং খেলা নিয়ন্ত্রণে রাখা নিয়ে কাজ করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্লোজ ম্যাচ জিততে বেশি ম্যাচ খেলতে চান নিগার সুলতানা

ক্লোজ ম্যাচ জিততে বেশি ম্যাচ খেলতে চান নিগার সুলতানা

সুযোগ হাতছাড়া হওয়ায় অধিনায়কের কণ্ঠে আক্ষেপ

সুযোগ হাতছাড়া হওয়ায় অধিনায়কের কণ্ঠে আক্ষেপ

কোনো প্রতিপক্ষকেই কঠিন বা সহজ মনে করি না: নিগার সুলতানা

কোনো প্রতিপক্ষকেই কঠিন বা সহজ মনে করি না: নিগার সুলতানা

এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি

এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি