বিজয়ের ৬ রানের আক্ষেপ, প্রাইম ব্যাংকের টানা চতুর্থ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০২ এপ্রিল ২০২২
বিজয়ের ৬ রানের আক্ষেপ, প্রাইম ব্যাংকের টানা চতুর্থ জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তৃতীয় সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতেই থামে তার ইনিংস। বিজয় সেঞ্চুরি বঞ্চিত হলেও মোহামেডানের বিপক্ষে ১২৭ রানের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ডিপিএলে এটা ছিল দলটির টানা চতুর্থ জয়।

শনিবার (২ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে প্রাইম ব্যাংকের দুই ওপেনার এনামুল হক বিজয় এবং শাহাদাত হোসেন দিপু। দুইজন মিলে গড়েন ৫১ রানের বড় জুটি।

ব্যক্তিগত ৩৫ রানে দিপু ফিরলেও এক প্রান্ত আগলে রেখে নিজেদের দারুণ ফর্ম ধরে রেখেছিলেন এনামুল হক বিজয়। ব্যক্তিগত ৯৪ রানে থামে তার ইনিংস। পুরো ইনিংস খেলতে তিনি খেলেছেন ৯৪ বল।

বিজয়ের ৯৪ রানের এই ইনিংসে ছিল ৯ চার এবং চার ছক্কা। বিজয় ছাড়াও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তার ব্যাট থেকে আসে ৬০ রান। এই দুইজনের ইনিংসে ভর করে তিন বল বাকি থাকতেই ৩১২ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। মোহামেডানের হয়ে ৫৩ রানে ৪ উইকেট শিকার করেন সৌম্য শিকার।

৩১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে ছন্দহীন ছিল মোহামেডান। স্কোরবোর্ডে ৯৭ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। এরপরেই দলের হাল ধরেন অধিনায়ক শুভাগত হোম এবং আরিফুল হক বিজয়। 

দু’জন মিলে গড়েন ৩৭ রানের জুটি। অধিনায়ক শুভাগত ১৪ রানে ফিরলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে ৫৩ রান। তবে তার এই হাফ সেঞ্চুরি মোহামেডানের পরাজয় ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি।

শেষ পর্যন্ত ৩৮ দশমিক ৩ বলে মাত্র ১৮৫ রানেই থামে মোহামেডানের ইনিংস। প্রাইম ব্যাংকের হয়ে স্পিনার রকিবুল হাসান ৪০ রানে শিকার করেন ৪ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রাজার সেঞ্চুরি বিফলের ম্যাচে সেরা খেলোয়াড় মোসাদ্দেক

রাজার সেঞ্চুরি বিফলের ম্যাচে সেরা খেলোয়াড় মোসাদ্দেক

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

টানা দুই সেঞ্চুরিতে উজ্জ্বল নাঈমের ব্যাট

টানা দুই সেঞ্চুরিতে উজ্জ্বল নাঈমের ব্যাট

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং