চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৩ এপ্রিল ২০২২
চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি

কয়েকমাস আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে চার জাতির একটি সিরিজ আয়োজন করতে চায়। পরিকল্পনা অনুযায়ী আইসিসির বার্ষিক সভায় সিরিজটি নিয়ে প্রস্তাব তোলার কথা জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। সিরিজটি থেকে পিসিবি ৬৫০ মিলিয়ন ডলার আয় করতে চায়।

সিরিজটি নিয়ে ইতিমধ্যে লাভ-ক্ষতির হিসেব নিয়েও বসেছে পিসিবি। পিসিবি জানিয়েছে, চার জাতির এ সিরিজ থেকে কমপক্ষে ৬৫০ মিলিয়ন ডলার আয় করতে চায় তারা। সব বাদ দিয়ে লাভের পরিমাণটা এমন হবে বলেই অনুমান করা হয়েছে।

চলতি এপ্রিলের ১০ তারিখ দুবাইতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি উপস্থাপন করা হবে। যেখানে পিসিবি চেয়ারপারসন রমিজ রাজা এবং প্রধান নির্বাহী (সিইও) ফয়সাল হাসনাইন উপস্থিত থাকবেন।

চার জাতি সিরিজটি নিয়ে গভীর আগ্রহ দেখাচ্ছেন রমিজ রাজা। পিসিবি প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে একটি ভেন্যুতে সিরিজটি খেলার প্রস্তাব করেছে। এই সময়টা চার দলের জন্যই আদর্শ। এই সময় অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারতে ক্রিকেট মৌসুমের শুর এবং ইংল্যান্ডে শেষ।

এই টুর্নামেন্টের স্বাগতিক নির্ধারণ করা হবে রোটেশন পদ্ধতিতে। এই ব্যাপার সহ সিরিজের ব্যাপারটা আইসিসি দেখবে বলে রিপোর্টে বলা হয়েছে। টুর্নামেন্ট থেকে অর্জিত অর্থ চার পক্ষ এবং আইসিসি সদস্যদের মধ্যে বিতরণ করা হবে বলেও রিপোর্টে বলা হয়।

পিসিবির এই পরিকল্পনার সঙ্গে জড়িত একজন সদস্য বলেন, ‘এই আসরের মাধ্যমে একটি জাতিগত আসর আসবে। বর্তমানে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ অর্থহীন হয়ে পড়েছে। চার জাতি সুপার সিরিজ সেই শূন্যতা পূরণ করতে পারে।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা পিসিবির দায়িত্বে আসার পর থেকেই সে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চেষ্টা করছেন। এর মধ্যেই ২৪ বছর পর অস্ট্রেলিয়াকে নিয়ে আয়োজন করেছেন সফল টেস্ট সিরিজ। সামনে আরও পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

আত্মবিশ্বাস ও দলীয় বন্ধনে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি: ইমাম-উল-হক

আত্মবিশ্বাস ও দলীয় বন্ধনে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি: ইমাম-উল-হক

পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

নারী বিশ্বকাপের সপ্তম ট্রফি জিতলো অস্ট্রেলিয়া

নারী বিশ্বকাপের সপ্তম ট্রফি জিতলো অস্ট্রেলিয়া

আমি জানি, আমি কী করতে পারি: আন্দ্রে রাসেল

আমি জানি, আমি কী করতে পারি: আন্দ্রে রাসেল