আত্মবিশ্বাস ও দলীয় বন্ধনে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি: ইমাম-উল-হক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৩ এপ্রিল ২০২২
আত্মবিশ্বাস ও দলীয় বন্ধনে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি: ইমাম-উল-হক

অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে পরাজয়ের পর ভক্ত সমর্থকদের আশা ছিল, ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে পাকিস্তান। অথচ সিরিজের প্রথম ম্যাচেও অজিদের কাছে পরাজয় মেনে নেয় বাবর আজমের দল। তবে নিজেদের উপর বিশ্বাস হারাননি বাবর-ইমামরা। পরের দুই ওয়ানডে জিতে আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটি নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের পর ওপেনার ইমাম-উল-হক জানান, আত্মবিশ্বাস ও দলীয় বন্ধনেই অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছেন তারা। প্রথম ম্যাচ হারের পর সবাই মিলে আলোচনায় বসেছিলেন। তারই ফল এ সিরিজের শিরোপা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি (১০৬) হাঁকানো ইমাম-উল-হক তৃতীয় ম্যাচেও ছিলেন একই পথে। তবে টানা সেঞ্চুরি করার আগেই দল জয়ের বন্দরে পৌঁছে যায়। ব্যাট হাতে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ইমাম সেঞ্চুরি না পেলেও টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন দলনেতা বাবর আজম।

ইমাম-উল-হক বলেন, ‘প্রথম ম্যাচ থেকে ছেলেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা আত্মবিশ্বাস এবং একে অপরের প্রতি বিশ্বাসের ফল। প্রথম ম্যাচ হারের পর আমরা অনেক কথা বলেছিলাম। তখন দিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের সত্যিই এবার কিছু করা দরকার। ছেলেরা যেভাবে এগিয়েছে তার জন্য অভিনন্দন।’

সিরিজ নির্ধারনী ম্যাচে দায়িত্ব নিয়ে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছেন ইমাম। নিজেকে নিয়ে এই তরুণ বলেন, ‘আমি এখন একজন পরিণত খেলোয়াড়। গত দেড় বছর ধরে কঠোর পরিশ্রম করছি। এ জন্য সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই।’

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও ধন্যবাদ দিলেন এই বাহাতি ব্যাটার। ইমাম বলেন,’আমার এই পরিবর্তনের জন্য আমি সত্যিই ধন্যবাদ জানাতে চাই বাবরকে। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা সত্যিই একে অপরকে সাহায্য করি। আমার কোচদেরও আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

নিজেদের উপর বিশ্বাস ছিল জানিয়ে ইমাম বলেন, ‘ফখর তাড়াতাড়ি আউট হয়ে গেল। আমি এবং বাবর ভালো ফর্মে ছিলাম। আমরা শুধু ক্রিজে থাকতে চেয়েছিলাম। আমরা জানতাম যদি আমরা রান করি তবে জয় আসবে। এটা খুব বেশি রান ছিল না, এটা ছিল মাত্র ২১১!’

নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে ইমাম বলেন, ‘আমরা শান্ত থাকতে চেয়েছিলাম। আলগা বলগুলোকে মারতে চেয়েছিলাম। আমরা তা পেয়েছিলাম। আজ আমরা ভাগ্যবান ছিলাম।’

ইমাম যতই ভালো খেলুক ন আকেন, তাকে সবসময় সমালোচকদের কথা শোনা লাগে। ত্যবে সেসবে এখন কিছু মনে করেন না এই ব্যাটার। ইমাম বলেন, ‘আমি সবাইকে সম্মান করি। আমি কেবল আমার নিয়ন্ত্রণে যা আছে তাই নিয়ন্ত্রণ করতে পারি। সেটা হলো ক্রিকেট।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

অস্ট্রেলিয়ার রান পাহাড় ডিঙিয়ে সমতায় ফিরলো পাকিস্তান

অস্ট্রেলিয়ার রান পাহাড় ডিঙিয়ে সমতায় ফিরলো পাকিস্তান

পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

৮-১০ বছর ক্রিকেট বিশ্ব শাসন করবেন শাহীন আফ্রিদী: আতিফ রানা

৮-১০ বছর ক্রিকেট বিশ্ব শাসন করবেন শাহীন আফ্রিদী: আতিফ রানা