ক্যারিবিয়ান সিরিজে বায়ো-বাবল রাখছে না পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৭ এপ্রিল ২০২২
ক্যারিবিয়ান সিরিজে বায়ো-বাবল রাখছে না পিসিবি

ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট মানেই সেখানে থাকে করোনা প্রতিরোধী বায়ো-বাবল। করোনাভাইরাস মহামারির কারণে খেলোয়াড়দের কোভিড-১৯ থেকে মুক্ত রাখতে এটাই একমাত্র অবলম্বন হয়ে উঠেছিল। তবে এবার সেই বায়ো-বাবল প্রথা থেকে বের হয়ে আসতে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি বছরের জুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সফরে কোনো ধরনের বায়ো-বাবল রাখতে চায় না পিসিবি। এমনটাই জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।

তারা জানিয়েছে, ইতমধ্যেই এ নিয়ে একটি প্রস্তাব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে পিসিবি। সেখানে জানানো হয়েছে, ক্রিকেটারদের বায়ো-বাবলে থাকতে হবে না। তারা নিজেদের মতো করে থাকতে হবে। এমনকি করতে হবে না কোনো করোনা টেস্ট।

তবে কোনো ক্রিকেটারের মধ্যে করোনা কোনো উপসর্গ দেখা দিলে সেক্ষেত্রে কোনো মুক্তি নেই। দিতে হবে করোনা পরীক্ষা। আর করোনা আক্রান্ত হলে থাকতে হবে পাঁচ দিনের আইসোলেশনে।

সর্বশেষ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বায়ো-বাবল ছাড়াই টুর্নামেন্ট চালাচ্ছে পিসিবি। সেখানে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হননি। এছাড়াও দেশটিতে করোনা প্রকোপ অনেকটাই কমে এসেছে।

এই কারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কোনো ধরনের বায়ো-বাবল রাখতে চায় না পিসিবি। এমনকি ঘরের মাঠে পরের কোনো টুর্নামেন্টেই বায়ো-বাবল রাখবে না পাকিস্তান।

এদিকে দিন কয়েক আগেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজের করোনা প্রোটোকল নিজেদের মতো করে ঠিক করে নিতে পারবে দেশগুলো। এর জন্য আইসিসির কোনো অনুমতির প্রয়োজন হবে না। তাই তো সবার আগেই বায়ো-বাবল প্রথা উঠিয়ে দেওয়ার জন্য কাজ করছে পিসিবি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্য হানড্রেডে খেলতে ‘আগ্রহ’ প্রকাশ করেননি বাবর আজম

দ্য হানড্রেডে খেলতে ‘আগ্রহ’ প্রকাশ করেননি বাবর আজম

স্থগিত সিরিজ খেলতে জুলাইয়ে নেদারল্যান্ডস যাবে পাকিস্তান

স্থগিত সিরিজ খেলতে জুলাইয়ে নেদারল্যান্ডস যাবে পাকিস্তান

কাউন্টি খেলার জন্য সাত খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

কাউন্টি খেলার জন্য সাত খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

বাবরকে বিগ ব্যাশে মেলবোর্নে ভেড়াতে চান ফিঞ্চ

বাবরকে বিগ ব্যাশে মেলবোর্নে ভেড়াতে চান ফিঞ্চ