স্থগিত সিরিজ খেলতে জুলাইয়ে নেদারল্যান্ডস যাবে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ পিএম, ০৫ এপ্রিল ২০২২
স্থগিত সিরিজ খেলতে জুলাইয়ে নেদারল্যান্ডস যাবে পাকিস্তান

করোন ভাইরাসের কারণে ২০২০ সালে প্রস্তাবিত ওয়ানডে সিরিজ খেলতে পারেনি পাকিস্তান এবং নেদারল্যান্ডস। তখন স্থগিত করা হয়েছিল সেই সিরিজ। চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে স্থগিত তিন ম্যাচ ওয়ানডে খেলতে নেদারল্যান্ডস যাবে বাবর আজমরা।

এই সিরিজ নিয়ে আলোচনায় বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেএনবিসি)। সেখানেই স্থগিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময় পুনঃনির্ধারণ করতে সম্মত হয়েছে তারা। জুলাইয়ের শেষ সপ্তাহে অ্যামস্টেলভিনে হবে ম্যাচগুলো।

সিরিজের বিষয়ে নানান সমস্যাগুলি নিষ্পত্তি হয়ে গেলেই এই ম্যাচগুলোর সম্পূর্ণ সময়সূচী ঘোষণা করা হবে। দুই দলের প্রথম ম্যাচটি ২৮ জুলাই অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের ম্যাচগুলো আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

এর আগে ২০২০ সালের ৪, ৭ এবং ৯ জুলাই এই সিরিজের ম্যাচগুলো খেলার কথা ছিল। তবে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সে বছর এবং পরের বছর ২০২১ সালেও মাঠ গড়ায়নি সিরিজ।

অন্যদিকে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডও পিসিবিকে তাদের সঙ্গে স্থগিত ওয়ানডের সময়সূচী পুনঃর্নির্ধারণের জন্য অনুরোধ করেছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আফগানিস্তানের সাথে সিরিজের জন্য আলোচনা হতে পারে। তবে এখনই কিছু নিশ্চিত করেনি পিসিবি।

২০২১ সালের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল আফগানিস্তান বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সেপ্টেম্বরের ১, ৩ ও ৫ তারিখ হওয়ার কথা ছিল সিরিজের ম্যাচগুলো। করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল এই সিরিজটিও।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

প্যাট কামিন্স ও মিচেল মার্শকে মুলতান সুলতানসে দেখতে চান শান মাসুদ

প্যাট কামিন্স ও মিচেল মার্শকে মুলতান সুলতানসে দেখতে চান শান মাসুদ

চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি

চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম

‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’

‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’