কাউন্টি খেলার জন্য সাত খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ এএম, ০৫ এপ্রিল ২০২২
কাউন্টি খেলার জন্য সাত খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের ঘরোয়া আসর ইংলিশ কাউন্টির ২০২২ সালের আসর। এই আসরে বেশ কয়েকজন পাকিস্তানি খেলোয়াড় দলে ভিড়িয়েছে কাউন্টির দলগুলো। বাকি ছিল কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি। অবশেষে সেটাও পেয়ে গেলেন শাহীন-রিজওয়ানরা।

সাত খেলোয়াড়কে ইংল্যান্ডে যাওয়ার এবং ২০২২ সালের কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি দিয়েছে পিসিবি। সাত খেলোয়াড় হলেন শাহীন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হ্যারিস রউফ, আজহার আলী, নাসিম শাহ ও জাফর গোহর।

সাতজন খেলোয়াড়ই তাদের নিজ নিজ দলের সময়সূচীর ভিত্তিতে ইংল্যান্ডে যাবেন। কাউন্টিতে এবারের মৌসুমে শাহীন আফ্রিদি প্রতিনিধিত্ব করবেন মিডলসেক্সের। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান খেলবেন সাসেক্সের জার্সি গায়ে।

পাকিস্তানের বাকি খেলোয়াড়দের মধ্যে আজহার আলি খেলবেন উস্টারশায়ারের হয়ে। তরুণ নাসিম শাহ ও জাফর গোহরকে নিশ্চিত করেছে আরেক দল গ্লুচেস্টারশায়ার। ইয়র্কশায়ার দলে ভিড়িয়েছে শাদাব খান এবং হ্যারিস রউফকে।

পাকিস্তানি খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেয়া হয়েছের মূলত শর্ত রেখে। তা হলো, আন্তর্জাতিক খেলা শুরু হলেই তাদেরকে দেশের ডাকে ফিরে আসতে হবে। এই ব্যাপারে কোনো আপোস করবে না পিসিবি।

চলতি বছর জুনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাকিস্তান সফর করবে। এরপর জুলাই মাসে দুই টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় যাবেন বাবর-রিজওয়ানরা। জুলাইয়ের শেষে নেদারল্যান্ডস সফরের কথা রয়েছে তাদের। এরপর ২৭শে জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে এশিয়া কাপ।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে প্রতিবারের মতো এবারও শুরু হতে যাচ্ছে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ। ২০২২ সালের এবারের আসরটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ১২২তম আসর। আসরটি ৭ এপ্রিল শুরু হয়ে চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

বাবর নয়, রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক দেখতে চান মুদাসসার নাজার

বাবর নয়, রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক দেখতে চান মুদাসসার নাজার

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

রিজওয়ানকে রোল মডেল মানেন শাহীন আফ্রিদী

রিজওয়ানকে রোল মডেল মানেন শাহীন আফ্রিদী

কাউন্টি ক্রিকেটে নাম লেখালেন রিজওয়ান

কাউন্টি ক্রিকেটে নাম লেখালেন রিজওয়ান