শচীনকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৯ এপ্রিল ২০২২
শচীনকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ক্যারিয়ারে এখন সুসময়ের বাতাস। প্রতি সিরিজেই রানের ফোয়ারা বইয়ে দিচ্ছেন তিনি। ব্যাটকে কথা বলাচ্ছেন নিজের মতো। রেকর্ডের পর রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে ওঠা বাবর এবার ছাড়িয়ে গেলেন সর্বকালের সেরা ব্যাটারদের একজন শচীন টেন্ডুলকারকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজে নিজেকে নতুন করে চিনিয়েছেন বাবর। সিরিজজুড়ে ব্যাট হাতে করেছেন রাজত্ব। বিশেষ করে ওয়ানডে সিরিজে। তিন ম্যাচের সিরিজে দুটি সেঞ্চুরি এবং একটি ফিফটি সহ ১৩৬ গড়ে সংগ্রহ করেছিলেন ২৭৬ রান।

এমন পারফর্ম্যান্সের সুবাদে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটি পেয়েছেন বাবরই। এই সিরিজে দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে ব্যাটিং রেটিংয়ে ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ শেষে ওয়ানডে ব্যাটিং রেটিংয়ে বাবরের পয়েন্ট দাঁড়িয়েছে সর্বোচ্চ ৮৯১। আর এতেই তিনি শচীনকে ছাড়িয়ে উঠে এসেছেন ১৫ নাম্বারে। ৮৮৭ পয়েন্ট নিয়ে শচীনের অবস্থান তালিকার ১৬ নাম্বারে।

বাবর আজম ছাড়াও এই তালিকায় রয়েছেন আরও দুই পাকিস্তানি। তারা হলেন, জহির আব্বাস ও জাভেদ মিয়াঁদাদ। ৯৩১ পয়েন্ট নিয়ে জহির আব্বাস রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন জাভেদ মিয়াঁদাদ।

এই তালিকায় ৯৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস। এছাড়াও সেরা দশে আছেন গ্রেগ চ্যাপেল (৩২১), ডেভিড গাওয়ার (৯১৯), ডিন জোন্স (৯১৮), বিরাট কোহলি (৯১১), ব্রায়ান লারা (৯০৮), এবি ডি ভিলিয়ার্স (৯০২) ও হাশিম আমলা (৯০১)।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-পাকিস্তান নিয়ে রমিজ রাজার প্রস্তাব আইসিসির টেবিলে

ভারত-পাকিস্তান নিয়ে রমিজ রাজার প্রস্তাব আইসিসির টেবিলে

হার্ট অ্যাটাক জয় করে নেটে ফিরলেন আবিদ আলী

হার্ট অ্যাটাক জয় করে নেটে ফিরলেন আবিদ আলী

আফগান ক্রিকেটে ‘ভবিষ্যৎ রত্ন’ দেখছেন ইউনিস খান

আফগান ক্রিকেটে ‘ভবিষ্যৎ রত্ন’ দেখছেন ইউনিস খান

বাবর নয়, রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক দেখতে চান মুদাসসার নাজার

বাবর নয়, রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক দেখতে চান মুদাসসার নাজার