বাবর নয়, রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক দেখতে চান মুদাসসার নাজার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৩ এপ্রিল ২০২২
বাবর নয়, রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক দেখতে চান মুদাসসার নাজার

পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার মুদাসসার নাজার দাবি করেছেন যে বাবর আজমের আর পাকিস্তান দলের নেতৃত্ব দেওয়া উচিত নয়। তার বরং ব্যাটিং নিয়ে মনোযোগী হওয়া উচিত। দুইটা একসাথে চালিয়ে যাওয়া বাবরের জন্য মোটেও ভালো কিছু বয়ে আনবে না বলে মনে করেন নাজার।

ক্রিকেট পাকিস্তানের সাথে একান্ত সাক্ষাৎকারে মুদাসার বলেন, ‘যদি এমন পরিস্থিতি এসে উপস্থিত হয় যে পাকিস্তান ৫০ ওভার পূর্ণ করতে পারবে কি না। তখন তো সমস্যা। এজন্য আপনার এমন একজন খেলোয়াড় দরকার যে দীর্ঘ ইনিংস খেলতে পারে। এটার জন্য মানসম্পন্ন ব্যাটার আমাদের নেই।’

নিজের মতামত প্রকাশ করে মুদাসসার নাজার বলেন, বাবরের মতো ব্যাটসম্যানের চাপ কমাতে তার পরিবর্তে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে নেওয়া উচিত।

তিনি বলেন, ‘যদি এটা (অধিনায়ক নির্বাচন) আমার উপর নির্ভর করতো, আমি টি-টোয়েন্টিতে বাবরের জায়গায় রিজওয়ানকে নিয়ে আসতাম।’

পাকিস্তানের বোলিং সমস্যা সম্পর্কে কথা বলার সময় নাজার বলেছেন যে পেসারদের রিভার্স সুইং বোলিংয়ের অভাব তার জন্য বেশ চিন্তার ব্যাপার ছিল। তিনি বলেন, ‘আপনি দেখেন অস্ট্রেলিয়ান বোলাররা পাকিস্তানে এসে টেস্ট ম্যাচ জেতার জন্য রিভার্স সুইং ব্যবহার করে, এটি আমাদের ক্ষেত্রে হয় না।’

সাবেক এই ফাস্ট বোলার আরও বলেন, ‘হাসান আলি ফর্মে নেই। হারিস রউফ খুব খেয়ালি তবে তিনি একঘেয়ে হয়ে উঠেছেন। আমাদের প্রধান পেসার শাহীন আফ্রিদির পুরানো বলের সাথে কাজ করার ক্ষমতা আছে কিন্তু তার আসল কাজটা কেবল নতুন বলেই দেখা যায়।’

পাকিস্তানের প্রধান কোচ হিসাবে সাকলাইন মুশতাকের ভূমিকা সম্পর্কে কথা বলেছেন নাজার। তিনি বলেন, একজন সফল কোচ হওয়ার জন্য সব কিছুই সাকলাইনের মাঝে আছে তবে তার সময় লাগবে।

নাজার বলেন,’তিনি ইংল্যান্ডের সাথে ব্যাপকভাবে কাজ করেছেন। স্পিন পরামর্শক হিসাবে পাকিস্তানের কোচিংয়ে এবং তার আশেপাশে রয়েছেন। তবে প্রধান কোচ হিসাবে দায়িত্ব নেওয়া একটি ভিন্ন ব্যাপার।

‘সে অনেক ক্রিকেট খেলেছে এবং তার ঝুলিতে পর্যাপ্ত অভিজ্ঞতা আছে। কিন্তু তার ধারনাগুলো পুরোপুরি বাস্তবায়নের জন্য তার সময় দরকার। আশা করি সে পারবে।’ – কথা শেষ করার সময় নাজার যোগ করেন।

পাকিস্তানের হয়ে দারুণ এক ক্যারিয়ার নাজারের। মূলত বোলিং করলেও ব্যাট হাতেও দারুণ সব ইনিংস রয়েছে তার। আন্তর্জাতিক ক্যারিয়ারে ছয় হাজারেরও অধিক রান তারই স্বাক্ষ্য দেয়। বল হাতেও নিয়েছেন দেড় শতাশিক উইকেট।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি

চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি

আত্মবিশ্বাস ও দলীয় বন্ধনে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি: ইমাম-উল-হক

আত্মবিশ্বাস ও দলীয় বন্ধনে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি: ইমাম-উল-হক

অস্ট্রেলিয়ার রান পাহাড় ডিঙিয়ে সমতায় ফিরলো পাকিস্তান

অস্ট্রেলিয়ার রান পাহাড় ডিঙিয়ে সমতায় ফিরলো পাকিস্তান

আদনান সিদ্দীকির সঙ্গে সানিয়ার অভিনয়ে রাজি নন শোয়েব

আদনান সিদ্দীকির সঙ্গে সানিয়ার অভিনয়ে রাজি নন শোয়েব