ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যান নির্বাচন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১২ পিএম, ১০ এপ্রিল ২০২২
ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যান নির্বাচন

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরে। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয়ে বসেছিল নিয়মিত সভা। সেখানেই আইসিসির চেয়ারম্যান নির্বাচনের সময় চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলির মেয়াদ। এরপরেই অনুষ্ঠিত হবে নির্বাচন।

পূর্বের ঘোষণা অনুযায়ী চলতি বছরের মে-জুনে আইসিসির চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এবার সেই নিয়মে পরিবর্তন আনলো আইসিসি।

সর্বশেষ ২০২০ সালে আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছিল। সেইবার নির্বাচনের মাধ্যমে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন কিউই ক্রিকেট প্রশাসক গ্রেগ বার্কলি। এর আগে ইমরান খাজার সহকারী হিসেবে কাজ করেছিলেন তিনি।

এই বিষয়ে আইসিসি জানিয়েছে, ‘নির্বাচনটা স্থগিত করা হয়। বার্কলি চলতি বছরের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আইসিসি বোর্ড তার পুরোটা সময় দায়িত্ব পালন করবেন।’

২০২০ সালের ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও বার্কলি দায়িত্ব বুঝে নিয়েছিলেন ২০২১ সালের জুলাইয়ে। বার্কলি যেন পুরো দুই বছর দায়িত্ব পালন করতে পারেন এই কারণে পিছিয়ে দেওয়া হয়েছে আইসিসির চেয়ারম্যান পদের নির্বাচন।

এদিকে এবারের আইসিসি চেয়ারম্যান পদে ভারতীয় কোনো ক্রীড়া সংগঠকের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা অনুরাগ ঠাকুর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রমিজ রাজার চারজাতি সিরিজের প্রস্তাবে বাড়ছে সমর্থন

রমিজ রাজার চারজাতি সিরিজের প্রস্তাবে বাড়ছে সমর্থন

ভারত-পাকিস্তান নিয়ে রমিজ রাজার প্রস্তাব আইসিসির টেবিলে

ভারত-পাকিস্তান নিয়ে রমিজ রাজার প্রস্তাব আইসিসির টেবিলে

নিউজিল্যান্ডকে ধন্যবাদ জানালো আইসিসি

নিউজিল্যান্ডকে ধন্যবাদ জানালো আইসিসি

বাংলাদেশ সিরিজ থেকে সরে দাঁড়ানো জুবায়ের হামজা ডোপ টেস্টে পজিটিভ

বাংলাদেশ সিরিজ থেকে সরে দাঁড়ানো জুবায়ের হামজা ডোপ টেস্টে পজিটিভ