বার্মিংহাম ফোনিক্সের কোচ হলেন ভেট্টোরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০২২
বার্মিংহাম ফোনিক্সের কোচ হলেন ভেট্টোরি

অস্ট্রেলিয়া দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়া দলের হেড কোচের দায়িত্ব নেওয়ার আগে বার্মিংহাম ফোনিক্সের হেড কোচের দায়িত্ব ছিলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এই কোচ অজিদের দায়িত্ব নেওয়ার নতুন কোচের খোঁজে ছিল ফ্রাঞ্চাইজিটি। এবার তার স্থলাভিষিক্ত হয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি।

এর আগে দলটির সাথে যুক্ত ছিলেন ভেট্টোরি। বার্মিংহাম ফোনিক্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। এবার পদোন্নতি দিয়ে তাকে প্রধান কোচ নিয়োগ করা হয়েছে।

দ্য হানড্রেডের প্রথম আসরে দলের সাথে দেরিতে যোগ দিয়েছিলেন ম্যাকডোনাল্ড। সেই সময় অন্তবর্তীকালীন দায়িত্বে ছিলেন ভেট্টোরি। এ কারণেই ভেট্টরির উপর ভরসা রাখছে ফ্রাঞ্চাইজিটি।

কোচিং ক্যারিয়ারে বেশ সমৃদ্ধ ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে দুই বছর কাজ করেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফরেও স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।

ফ্রাঞ্চাইজি লিগেও তার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে । বিগব্যাশের দল ব্রিসবেন হিট, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোস রয়্যালসে কাজ করেছেন তিনি। এছাড়াও আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

এবার বার্মিংহাম ফোনিক্সের দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত ড্যানিয়েল ভেট্টোরি। তিনি বলেন, ‘সর্বশেষ মৌসুমে বার্মিংহাম ফোনিক্সের প্রধান কোচের কাজ করেছি। এই মৌসুমে এই দায়িত্ব নেওয়াটা সহজ ছিল।’

চলতি বছরের ৩ আগস্ট থেকে মাঠে গড়াবে দ্য হানড্রেডের দ্বিতীয় আসর। শুরুর এক সপ্তাহ পর ১০ আগস্ট সাউথার্ন ব্রেভের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বার্মিংহাম ফোনিক্স।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্য হানড্রেডে খেলতে ‘আগ্রহ’ প্রকাশ করেননি বাবর আজম

দ্য হানড্রেডে খেলতে ‘আগ্রহ’ প্রকাশ করেননি বাবর আজম

দ্য হানড্রেডে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াচ্ছে ইসিবি

দ্য হানড্রেডে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াচ্ছে ইসিবি

নিজ দেশ ছেড়ে আয়ারল্যান্ডে খেলবেন কিউই ক্রিকেটার জর্জসন

নিজ দেশ ছেড়ে আয়ারল্যান্ডে খেলবেন কিউই ক্রিকেটার জর্জসন

টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন কিউই ক্রিকেটার গ্লেন ফিলিপস

টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন কিউই ক্রিকেটার গ্লেন ফিলিপস