আইসিসির ক্রিকেট কমিটির নতুন মুখ ভেট্টোরি-লক্ষ্মণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ পিএম, ২৬ জুলাই ২০২২
আইসিসির ক্রিকেট কমিটির নতুন মুখ ভেট্টোরি-লক্ষ্মণ

আইসিসি ক্রিকেট কমিটিতে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি ও ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষ্মণ। বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে তারা এই কমিটিতে জায়গা পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

মঙ্গলবার (২৬ জুলাই) ইংল্যান্ডের বার্মিংহামে বসেছিল আইসিসির বার্ষিক সাধারণ সভা। সেখানেই বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে ভেট্টোরি ও লক্ষ্মণকে নির্বাচিত করেছে আইসিসি।

এছাড়াও মাহেলা জয়াবর্ধনের সাথে সাবেক ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে যোগ দিবেন সাবেক উইন্ডিজ ক্রিকেটার রজার হার্পার। আইসিসির ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

১৭ সদস্য বিশিষ্ট আইসিসির ক্রিকেট কমিটিতে ভারতীয় সংখ্যার দাঁড়ালো তিনজনে। সৌরভ-লক্ষ্মণ ছাড়াও এই কমিটির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে আছেন বিসিসিআই সচিব জয় শাহ।

আইসিসির ক্রিকেট কমিটিতে সহযোগী দেশগুলোর ক্রিকেট প্রতিনিধি হিসেবে আছেন সাবেক স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার। গণমাধ্যম প্রতিনিধি হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক।

আরও পড়ুন- ১৩ দেশ ঘুরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

এছাড়াও আইসিসি ক্রিকেট কমিটিতে আছেন- গ্যারি স্টিড, জোয়েল উইলসন, রমিজ রাজার মতো ক্রিকেট ব্যক্তিত্বরাও। আইসিসি প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালেও এই কমিটির সদস্য।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পক্ষে ওয়াসিম আকরাম

ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পক্ষে ওয়াসিম আকরাম

ভারত-বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনে ইচ্ছুক বিসিসিআই

ভারত-বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনে ইচ্ছুক বিসিসিআই

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ বাংলাদেশি পেসার শহিদুল ইসলাম

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ বাংলাদেশি পেসার শহিদুল ইসলাম