দীর্ঘ বিরতির পর সিরিজ খেলার সুযোগ পাচ্ছে লঙ্কান নারী ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৪ এপ্রিল ২০২২
দীর্ঘ বিরতির পর সিরিজ খেলার সুযোগ পাচ্ছে লঙ্কান নারী ক্রিকেটাররা

করোনাভাইরাস মহামারির সময়ে থমকে দাঁড়িয়েছিল পুরো ক্রীড়া বিশ্ব। এর ব্যতিক্রম ছিল না ক্রিকেটও। করোনাভাইরাস মহামারির মধ্যে ক্রিকেট মাঠে ফিরলেও অপেক্ষায় ছিলেন শ্রীলঙ্কান নারী ক্রিকেটাররা। দীর্ঘ আড়াই বছরের বিরতির পর দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন শ্রীলঙ্কান নারী ক্রিকেটাররা।

২০২০ সালে করোনাভাইরাস মহামারি শুরুর আগমুহূর্তে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছি শ্রীলঙ্কা। এরপর থেকে আর দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ মেলেনি। চলতি বছরে মে-জুনে পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজ খেলতে অর্থনৈতিক দূর্দশার মধ্যেও চলতি বছরের মে মাসে পাকিস্তানের উদ্দেশে উড়াল দিবে শ্রীলঙ্কা।

২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো টুর্নামেন্ট খেলেনি শ্রীলঙ্কা দল। মাঝে কমনওয়েলথ গেমস বাছাই পর্ব এবং ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছিল দ্বীপরাষ্ট্রটি। 

পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজ দিয়ে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর শুরু হবে। তাই তো এই সিরিজ নিয়ে বেশ সতর্ক পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ।

তিনি বলেন, “দেশের মাটিতে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে পারা আমাদের জন্য একটি বড় সুযোগ। শ্রীলঙ্কাকে স্বাগত জানাতে আমরা অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে, দলের সবাই তাদের পূর্ণ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করবে। পাকিস্তান ক্রিকেট ভক্তরা আমাদের সবসময়  সমর্থন দিয়েছে, এবার তারা আরও ভালো এবং ধারাবাহিক ফলাফল দেখতে পাবে।”

২৪ মে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্ট দিয়ে মাঠে গড়াবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ এবং ২৮ মে। আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ১, ৩ এবং ৫ জুন। দুই সিরিজই করাচিতে আয়োজিত হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে ও টেস্টকে বিদায় বললেন মিগনন ডু প্রিজ

ওয়ানডে ও টেস্টকে বিদায় বললেন মিগনন ডু প্রিজ

নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি

নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি

আপন গতিতে নারীদের ‘সেরা সেঞ্চুরিয়ান’ মেগ ল্যানিং

আপন গতিতে নারীদের ‘সেরা সেঞ্চুরিয়ান’ মেগ ল্যানিং

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’