দল নির্বাচনে বাবরকে ‘বন্ধুত্বের খাতির’ বাদ দিতে বললেন মঈন খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৪ এপ্রিল ২০২২
দল নির্বাচনে বাবরকে ‘বন্ধুত্বের খাতির’ বাদ দিতে বললেন মঈন খান

কয়েকদিন আগে বাবর আজম বলেছিলেন, দল নির্বাচনে তিনি নিজের পছন্দকেই সবসময় প্রাধান্য দিবেন। বাবরের এমন কথা মনে ধরেনি অনেকেরই। তাদের পক্ষ হয়ে পাকিস্তানের বর্তমান অধিনায়ককে দল নির্বাচনে ‘বন্ধুত্বের খাতির’ বাদ দিতে বললেন সাবেক অধিনায়ক মঈন খান।

পাকিস্তানের এক্সপ্রেস এন্টারটেইনমেন্টের রমজান ট্রান্সমিশন ‘পিয়ারা রমজান’ প্রোগ্রামে উপস্থিত হয়ে ৫০ বছর বয়সী এই সাবেক খেলোয়াড় বলেছেন যে, বাবরকে দল নির্বাচনের ক্ষেত্রে আপোস করা উচিত নয়। অধিনায়ক হিসাবে তার পরিকল্পনা থাকা উচিত। তবে খাতির নয়।

মঈন খান বলেন, ‘অধিনায়কত্বে আপনার একটি দৃষ্টি থাকতে হবে। আমি বাবরকে পরামর্শ দিবো, তার দল নির্বাচনে ন্যায় বিচার করতে। তার বন্ধুদের পক্ষপাত না করার পরামর্শ থাকবে তার জন্য।’

তিনি আরও যোগ করেন, ‘খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে কখনোই আপোস করা উচিত নয়। নির্বাচকদের কাছে তার সিদ্ধান্ত জানাতে হবে। তারপর যা করার নির্বাচকরা করবেন।’

এদিকে বাবরের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সন্দেহ নেই মঈন খানের। তিনি বিশ্বাস করেন, পাকিস্তানের হয়ে সব রেকর্ড ভাঙতে পারবেন বাবর, ‘বাবর যদি তার ফর্ম ধরে রাখে তাহলে সে বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে উঠবে। পাকিস্তানের সব রেকর্ড ভাঙার সম্ভাবনা আছে।’

মোহাম্মদ রিজওয়ানের ফর্ম নিয়েও কথা বলেছেন প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার। মঈন খান বলেন, ‘রিজওয়ান একটা প্যাচের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্দান্ত ফর্মে না থাকলেও কিছুটা ভালো ফর্মে রয়েছে।’

২০১৯ সাল থেকেই সরফরাজ আহমেদ পাকিস্তান দলে নেই। তবে মঈন খানের চোখে পাকিস্তানের সেরা উইকেটরক্ষক ব্যাটারের তালিকায় উপরের দিকেই রয়েছেন সরফরাজ। তিনি বলেন, ‘রিজওয়ান ছাড়াও সরফরাজ আহমেদ সেরা উইকেটরক্ষক ব্যাটার।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :