অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জো রুট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৫ এপ্রিল ২০২২
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জো রুট

অ্যাশেজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এরপরেই ব্যর্থতার দায়ে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন জো রুট। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকলেও অধিনায়ক হিসেবে সময়টা মোটেও ভালো যাচ্ছিলো রুটের। অধিনায়ক হিসেবে অ্যাশেজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরেছিলেন তিনি। এই কারণে তাকে নিয়ে তৈরি হয়েছিল সমালোচনা। অবশেষে সেই অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন তিনি।

রুটের অধিনায়কত্বে শেষ ১৭ টেস্টে মাত্র একটিতে জিতেছিল ইংলিশরা। এছাড়াও তার অধিনাকত্বে টেস্টে ইংলিশদের জয় মাত্র ২৭ টেস্ট। আর হার  ২৬ টেস্টে।

অধিনায়কত্ব ছাড়া নিয়ে রুট বলেন, “ ক্যারিবিয়ান সফর শেষেই অধিনায়কত্ব ছাড়া নিয়ে ভেবেছিলাম। অবশেষে আমি অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি।”

নিজের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল বলেও জানান রুট। বলেন, “আমার ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় সিদ্ধান্ত। আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। অধিনায়কত্বের পাঁচ বছর আমি বেশ উপভোগ করেছি।”

অধিনায়কত্ব ছেড়ে দিলেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না রুট। আরও কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে চান এই তারকা।

বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মৌসুম শুরু করার জন্য মুখিয়ে আছি। আশা করি দলের জয়ে অবদান রাখতে পারবো”

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুকের স্থলাভিষিক্ত হয়েছিলেন জো রুট। কুকের সময়ে দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

কে রুটের স্থলাভিষিক্ত হবেন তা এখনও নিশ্চিত করেনি ইসিবি। তবে ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব পেতে পারেন বেন স্টোকস। এছাড়াও এই দৌড়ে আছেন ওপেনার ররি বার্নস, পেসার স্টুয়ার্ট ব্রড এবং উইকেটরক্ষক জশ বাটলার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী আনিয়া শ্রাবসোল

ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী আনিয়া শ্রাবসোল

নিজ দেশের প্রতিভাবানদের কাজে লাগাতে বললেন মরগান

নিজ দেশের প্রতিভাবানদের কাজে লাগাতে বললেন মরগান

অ্যাশেজে ‘ব্যর্থ’ সিলভারউড এবার শ্রীলঙ্কার কোচ

অ্যাশেজে ‘ব্যর্থ’ সিলভারউড এবার শ্রীলঙ্কার কোচ

ভারত সিরিজের সূচি চূড়ান্ত করেছে ইংল্যান্ড

ভারত সিরিজের সূচি চূড়ান্ত করেছে ইংল্যান্ড