সেঞ্চুরিতে নিজের শততম ম্যাচ রাঙালেন রাহুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৫ পিএম, ১৬ এপ্রিল ২০২২
সেঞ্চুরিতে নিজের শততম ম্যাচ রাঙালেন রাহুল

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাব্রোণ স্টেডিয়ামে আইপিএলে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। এই ম্যাচে তার সেঞ্চুরিতে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিলো লক্ষ্মৌ।

শনিবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ব্যাব্রোণ স্টেডিয়ামের আইপিএলের ক্যারিয়ারের শততম ম্যাচে টস হারেন লোকেশ রাহুল। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মুম্বাইয়ের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেন।

ওপেনিংয়ে প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কককে সাথে নিয়ে গড়েন ৫২ রানের জুটি। পাওয়ার প্লেতে লক্ষ্মৌয়ের স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড়ায় ৫৭ রান। ডি ককের বিদায়ের পর মনীষ পান্ডে, মার্কাস স্টয়নিস, দীপক হুদার সাথে ছোট ছোট গড়ে লক্ষ্মৌয়ের রানের গতি ঠিক রাখেন।

শেষ পর্যন্ত রাহুলের টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ পায় লক্ষ্মৌ। ৫৬ বলে তুলে নেন সেঞ্চুরি। আর ৬০ বলে ১০৩ রান করে অপরাজিত ছিলেন এই ব্যাটার।

৩৩ বলে অর্ধশতক করা রাহুল, পরের ২৩ বলে পৌঁছে যান শতকের ঘরে। ইনিংসে ৯ চারের পাশাপাশি হাঁকিয়েছিলেন ৫ ছক্কা। স্ট্রাইকরেট ১৭১ দশমিক ৬৬!

বিপরীতে টানা পাঁচ ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা মুম্বাই এদিনও ঘুরে দাঁড়াতে পারেনি। ডেওয়াল্ড ব্রেভিস ১৩ বলে ৩১ রান করে রোহিত শর্মার দলকে জয়ের আশা দেখালেও ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ১৮ রানের হার নিয়ে মাঠে ছাড়তে হয়েছে দলটিকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

নেতৃত্বের চাপে আইপিএলে ফর্মহীনতায় রোহিত: গ্রায়েম স্মিথ

নেতৃত্বের চাপে আইপিএলে ফর্মহীনতায় রোহিত: গ্রায়েম স্মিথ

আইপিএলে রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত নন জয়াবর্ধনে

আইপিএলে রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত নন জয়াবর্ধনে

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের ক্লাবে সপ্তম সদস্য রোহিত শর্মা

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের ক্লাবে সপ্তম সদস্য রোহিত শর্মা

দাম বেশি হওয়ায় রশিদ খানকে ছেড়ে দিয়েছিল হায়দরাবাদ

দাম বেশি হওয়ায় রশিদ খানকে ছেড়ে দিয়েছিল হায়দরাবাদ