ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে নেদারল্যান্ড যাবে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ পিএম, ২১ এপ্রিল ২০২২
ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে নেদারল্যান্ড যাবে পাকিস্তান

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে চলতি বছরের আগস্টে নেদারল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ২০২০ সালের জুনে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারি ও পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য সিরিজটি স্থগিত করা হয়েছিল।

সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ১৬, ১৮ ও ২১ আগস্ট অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে নেদারল্যান্ডের রটারডামের ভিওসি ক্রিকেট গ্রাউন্ডে।

আইসিসি ওয়ানডে লিগে ১০ ম্যাচে দুই জয় নিয়ে বর্তমানে ১৩তম স্থানে রয়েছে নেদারল্যান্ড। অন্যদিকে ১২ ম্যাচের মধ্যে ছয়টি জিতে নবম স্থানে রয়েছে পাকিস্তান। সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ সাত দল এবং আয়োজক ভারত সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করবে।

এই সিরিজ প্রসঙ্গে পিসিবি ডিরেক্টর জাকির খান বলেছেন: ‘আমরা খুশি যে কোনিনক্লিজকে নেদারল্যান্ডস ক্রিকেট বন্ডের (কেএনসিবি) সমর্থনে আমরা সিরিজটির সূচি পুনঃনির্ধারণ করতে পেরেছি। যা নেদারল্যান্ডের পাশাপাশি ক্রিকেটের বৃদ্ধি ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমাদের পুরুষদের জাতীয় ক্রিকেট দলের জন্য ২০২১-২২ একটি চমৎকার মৌসুম ছিল। আমি আত্মবিশ্বাসী যে তারা প্রবাসী পাকিস্তানি এবং ডাচ দর্শকদের ভালো ক্রিকেট দিয়ে বিনোদিত করবে। নেদারল্যান্ডের তরুণ দর্শকদের খেলার দিকে আকৃষ্ট করতেও সাহায্য করবে।’

সবশেষ ২০০৩ সালে কোনো ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এর আগে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ ও ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতেও একে অন্যের মোকাবেলা করেছিল তারা। তিনবারের দেখাতেই জয় পেয়েছে পাকিস্তান।

তিন ম্যাচের সিরিজ সূচি:
১ম ওয়ানডে - ১৬ আগস্ট, ২০২২
২য় ওয়ানডে - ১৮ আগস্ট, ২০২২
৩য় ওয়ানডে – ২১ আগস্ট, ২০২২

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

বাবরের চোখে শাহীন আফ্রিদিই বর্তমান সময়ের সেরা বোলার

বাবরের চোখে শাহীন আফ্রিদিই বর্তমান সময়ের সেরা বোলার

পক্ষাঘাতগ্রস্ত সাবেক ক্রিকেটারের সহায়তা বাড়াচ্ছে না পিসিবি

পক্ষাঘাতগ্রস্ত সাবেক ক্রিকেটারের সহায়তা বাড়াচ্ছে না পিসিবি

যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করছেন রমিজ রাজা

যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করছেন রমিজ রাজা