বোলিং অ্যাকশন ‘শুধরেছেন’ হাসনাইন, পরীক্ষার অপেক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২১ এপ্রিল ২০২২
বোলিং অ্যাকশন ‘শুধরেছেন’ হাসনাইন, পরীক্ষার অপেক্ষা

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে অবৈধ বোলিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার মোহাম্মদ হাসনাইন। এরপর আইসিসিও তার বোলিং অ্যাকশন অবৈধ বলে রায় দেয়। শর্ত ছিল শুধরে ফিরতে হবে। অবশেষে অ্যাকশন শুধরেছেন তিনি। এখন পরীক্ষার অপেক্ষা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শীঘ্রই হাসনাইনের অ্যাকশন পুনর্মূল্যায়নের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে যোগাযোগ করবে। তারা আশা করছে সন ঠিকঠাকভাবে সম্পন্ন করে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই গতিতারকা।

অ্যাকশন অবৈধ জানার পরই পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে (এনএইচপিসি) কোচ উমর রাশেদের তত্ত্বাবধানে হাসনাইনের বোলিং অ্যাকশনের পরিবর্তনের কাজ শুরু করেন। এই কয়েক সপ্তাহে সেটা সম্পন্নও হয়েছে।

স্থানীয় একটি বোলিং পরীক্ষাগারে পরীক্ষায় দেখা গেছে যে, হাসনাইনের বাহুর কনুই ১৫ ডিগ্রি আইনি সীমার মধ্যেই ছিল। তাতে সম্পূর্ণ সন্তুষ্টির পর পিসিবি এখন আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে এই পেসারের বোলিং পর্যালোচনার জন্য অনুরোধ করবে।

এরপর আইসিসির গভর্নিং বডি হাসনাইনকে একটি স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠাবে। ছাড়পত্র পেলে তাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হবে। আবারও বল হাতে পাকিস্তানের জার্সিতে মাঠে নামতে পারবেন এই ক্রিকেটার।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) আম্পায়াররা ২২ বছর বয়সী পেসারের বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রমাণ করে । এরপর লাহোরে আইসিসির স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে একটি পরীক্ষা দিয়েছিলেন তিনি।

সেখানের প্রতিবেদনে বলা হয়েছে, যে তার গুড লেংথ ডেলিভারি, ফুল লেংথ ডেলিভারি, স্লো বাউন্সার এবং বাউন্সারের জন্য তার কনুইয়ের প্রসারণ ১৫ ডিগ্রির সীমা অতিক্রম করেছে।

পাকিস্তানের হয়ে ৮টি ওয়ানডে ও ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন হাসনাইন। ওয়ানডেতে শিকার করেছেন ১২ উইকেট। টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৭ উইকেট। ওয়ানডেতে পাঁচ উইকেটও নিয়েছেন একবার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

চার মাস পর মাঠে ফিরেই আবিদ আলির ফিফটি

চার মাস পর মাঠে ফিরেই আবিদ আলির ফিফটি

উইজডেনের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান

উইজডেনের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান

দল নির্বাচনে বাবরকে ‘বন্ধুত্বের খাতির’ বাদ দিতে বললেন মঈন খান

দল নির্বাচনে বাবরকে ‘বন্ধুত্বের খাতির’ বাদ দিতে বললেন মঈন খান

অস্ট্রেলিয়া বিশ্বকাপেই পাকিস্তান দলে ফিরতে চান মোহাম্মদ ইরফান

অস্ট্রেলিয়া বিশ্বকাপেই পাকিস্তান দলে ফিরতে চান মোহাম্মদ ইরফান