বিজয়-তামিমের সেঞ্চুরিতে রূপগঞ্জকে বড় ব্যবধানে হারালো প্রাইম ব্যাংক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৬ এপ্রিল ২০২২
বিজয়-তামিমের সেঞ্চুরিতে রূপগঞ্জকে বড় ব্যবধানে হারালো প্রাইম ব্যাংক

ব্যাট হাতে দারুণ একটি মৌসুম কাটাচ্ছেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া ওপেনার এনামুল হক বিজয়। মৌসুমের শেষ দিকে আবারও তুলে নিলে সেঞ্চুরি। তার সাথে একই ম্যাচে সেঞ্চুরি ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। আর এই দুইজনের সেঞ্চুরিতে ভর করে রূপগঞ্জ টাইগার্সকে ১০ উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার সিক্সের লড়াইয়ে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মাঠে নামে প্রাইম ব্যাংক। এই ম্যাচে দুই বল বাকি থাকতেই ২২৯ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। ২৩০ রানের লক্ষ্য খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই মাত্র ২৬ দশমিক ৪ ওভারেই ম্যাচ জিতে নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই রূপগঞ্জের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। ৮৪ বলে ১১২ রানের ইনিংস খেলেন বিজয়। আর ৮১ বলে তামিমের ব্যাট থেকে আসে ১০৯ রান।

মৌসুমের শুরুতে দারুনভাবে আগাতে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মাঝপথে হারিয়েছিল ছন্দ। এই কারণে তাদের হাতে শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই। তবুও রূপগঞ্জের বিপক্ষে প্রভাব বিস্তার করেই ম্যাচ জিতে নিয়েছে দলটি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ টাইগার্স শুরু থেকেই ব্যাট হাতে ধুঁকছিলো। সর্বোচ্চ ৮৫ রান আসে সাদ নাসিমের ব্যাট থেকে। আর অধিনায়ক মার্শাল আইয়ুব ৯০ বলে করেন ৫৮ রান। 

প্রাইম ব্যাংকের হয়ে আফগান ক্রিকেটার করিম জানাত এবং রুবেল হোসেন চারটি করে উইকেট শিকার করেন। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলে এক হাজার রানের মাইলফলকে প্রথম বিজয়

ডিপিএলে এক হাজার রানের মাইলফলকে প্রথম বিজয়

শ্রীলঙ্কা টেস্টে জায়গা না পেয়ে হতাশ রাহি

শ্রীলঙ্কা টেস্টে জায়গা না পেয়ে হতাশ রাহি

তাসকিন-বিজয়দের যেভাবে বদলে দিয়েছেন মাইন্ড ট্রেনার সাবিত রায়হান

তাসকিন-বিজয়দের যেভাবে বদলে দিয়েছেন মাইন্ড ট্রেনার সাবিত রায়হান

শচীনের শততম শতকের ম্যাচে ছিল বাংলাদেশের জয়ধ্বনি

শচীনের শততম শতকের ম্যাচে ছিল বাংলাদেশের জয়ধ্বনি