প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জিতলো শেখ জামাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৬ এপ্রিল ২০২২
প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জিতলো শেখ জামাল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার সিক্সের চতুর্থ রাউন্ডের ম্যাচে আবাহনীর বিপক্ষে ৭৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বসেছিল শেখ জামাল। এই সময়ে ম্যাচ পুরোটা হেলে পড়েছিল আবাহনীর দিকে। এই সময়ে শেখ জামালের ত্রাণকর্তা হিসেবে আরও একবার আবির্ভূত হয়েছেন নুরুল হাসান সোহান। তার ৮১ রানের ইনিংসে ভর করে প্রথমবারের মতো ডিপিএল শিরোপা জিতলো ধানমন্ডির ক্লাবটি।

মঙ্গলবার (২৬ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর মুখোমুখি হয়েছিল শেখ জামাল। টস জিতে ব্যাট করতে নামা আবাহনী পুরো ৫০ ওভার ব্যাট করে মাত্র ২২৯ রানে থামে।

আবাহনীর দেওয়া ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে ৭৮ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বসে শেখ জামাল। এই সময়ে আবাহনী যখন জয়ের স্বপ্নে বুঁদ, সেই সময়ই দৃশ্যপটে নুরুল হাসান সোহান। তার ৮১ বলে ৮১ রানের হার না মানা ইনিংসে ভর করে প্রথমবারের মতো ডিপিএল শিরোপা জিতে নিলো শেখ জামাল।

টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীর শুরুটা মোটেও ভালো ছিল না। স্কোরবোর্ডে ৩৫ রান তুলতেই হারিয়ে বসে তিন উইকেট। পরে অবশ্য আফিফ হোসেন ধ্রুব আর তৌহিদ হৃদয়ের ব্যাটে ভর করে সংগ্রহের ভিত পায় দলটি।

শেখ জামালের হয়ে জিয়াউর রহমান দুই উইকেট শিকার করেন। এছাড়াও পারভেজ রসুল এবং সুমন খান একটি করে উইকেট শিকার করেন।

২৩০ রানের লক্ষ্যে খেলতে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বসা শেখ জামালের হাল ধরেন নুরুল হাসান সোহান এবং পারভেজ রসুল। তাদের ব্যাটেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে শেখ জামাল। পারভেজ রসুল ৩৩ রানে ফিরলে জয়ের স্বপ্ন কিছুটা ফিকে হয়ে আসে। তবে সে সময় সোহানের যোগ্য সঙ্গী হয়ে উঠেন জিয়াউর রহমান। তার ২৬ বলে ৩৯ রানের ঝড়ে তিন ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। শুধু ম্যাচ নয়, শিরোপাটাও প্রথমবারের মতো উচিয়ে ধরে দলটি।

অধিনায়ক হিসেবে চলতি বছর দ্বিতীয় শিরোপা জিতলেন ইমরুল কায়েস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে শিরোপা জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ছিলেন তিনি। এবার তার নেতৃত্বে ডিপিএল জিতলো শেখ জামাল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বিজয়-তামিমের সেঞ্চুরিতে রূপগঞ্জকে বড় ব্যবধানে হারালো প্রাইম ব্যাংক

বিজয়-তামিমের সেঞ্চুরিতে রূপগঞ্জকে বড় ব্যবধানে হারালো প্রাইম ব্যাংক

ডিপিএলে এক হাজার রানের মাইলফলকে প্রথম বিজয়

ডিপিএলে এক হাজার রানের মাইলফলকে প্রথম বিজয়

বিজয়কে এখনি জাতীয় দলের আশে-পাশে আনা উচিত: মাশরাফি

বিজয়কে এখনি জাতীয় দলের আশে-পাশে আনা উচিত: মাশরাফি

সোহানের ঝড়ো সেঞ্চুরিতে শেখ জামালের অবিশ্বাস্য জয়

সোহানের ঝড়ো সেঞ্চুরিতে শেখ জামালের অবিশ্বাস্য জয়