কোহলি দ্রুতই রানে ফিরবে, বিশ্বাস সৌরভের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৯ এপ্রিল ২০২২
কোহলি দ্রুতই রানে ফিরবে, বিশ্বাস সৌরভের

একসময় বিরাট কোহলির জন্য সেঞ্চুরি করা ছিল মামুলি একটি ব্যাপার। সেই কোহলিই কি-না টানা শতাধিক প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা পাননি তিন অঙ্কের ম্যাজিক ফিগারের। সেঞ্চুরি না পেলেও ব্যাট হাতে রান করছিলেন কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে শুরু হয়েছে রানখরা। বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। জানিয়েছে, তার বিশ্বাস খুব দ্রুতই কোহলি রানে ফিরবেন।

চলমান আইপিএলের ১৫তম আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। এই সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১২৮ রান। শেষ পাঁচ ইনিংসে মাত্র এক মাত্র ছুয়েছেন দুই অঙ্কের ঘর।

শুধু বিরাট কোহলি নন, আইপিএলে রান খরায় ভুগছেন ভারতীয় দলের কাপ্তান রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ানসকে অধিনায়ক হিসেবে এক ম্যাচও জেতাতে পারেননি রোহিত। পাশাপাশি ব্যাট হাতে করেছেন মাত্র ১৫৩ রান। পান নি কোনো ফিফটিও।

তবে এই দুইজনের রানখরা নিয়ে মোটেও চিন্তিত নন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, “তারা দুর্দান্ত খেলোয়াড়। আমি নিশ্চিত তারা ফর্মে ফিরবে। আশা করি তারা দ্রুতই রান করা শুরু করবে।”

রোহিতের ফর্ম নিয়ে এখনও খুব বেশি আলোচনা শুরু না হলেও বিরাট কোহলিকে সাবেক কিংবদন্তিকে দিচ্ছেন নানা পরামর্শ। তবে সেই পথে হাটতে চান না সৌরভ। কোহলির উপর পূর্ণ আস্থা রাখতে চান তিনি।

বলেন, “আমি জানি না কোহলির মাথায় কী ঘুরছে, কিন্তু আমি নিশ্চিত সে ফর্ম ফিরে পাবে এবং গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলবে। সে অসাধারণ একজন খেলোয়াড়।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

উমরানের লক্ষ্য ঘণ্টায় ১৫৫ কিলোমিটার!

উমরানের লক্ষ্য ঘণ্টায় ১৫৫ কিলোমিটার!

ছেলেকে বিশ্বকাপে দেখতে চান উমরানের বাবা

ছেলেকে বিশ্বকাপে দেখতে চান উমরানের বাবা

কোহলির ফর্মহীনতার জন্য অধিনায়কত্ব হারানোকেই দায়ী করছেন ওয়াটসন

কোহলির ফর্মহীনতার জন্য অধিনায়কত্ব হারানোকেই দায়ী করছেন ওয়াটসন

প্রোটিয়া সিরিজে বায়ো-বাবল রাখছে না ভারত

প্রোটিয়া সিরিজে বায়ো-বাবল রাখছে না ভারত