ছেলেকে বিশ্বকাপে দেখতে চান উমরানের বাবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ এপ্রিল ২০২২
ছেলেকে বিশ্বকাপে দেখতে চান উমরানের বাবা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজেকে মেলে ধরেছেন জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা ফাস্ট বোলার উমরান মালিক। গতি আর ইয়র্কার দিয়ে প্রতি ম্যাচেই ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছাড়ছেন। ছেলের এমন পারফর্ম্যান্সে স্বভাবতই উচ্ছ্বাসিত উমরানের বাবা। ছেলেকে এবার বিশ্বকাপে দেখতে চান তিনি।

জম্মুর চক মোড়ে সাধারণ এক ফল বিক্রেতা উমরানের বাবা আব্দুর রশিদ। আইপিএলে ছেলের ভালো করার খবর প্রায় প্রতিদিনই পান তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচেও পেলেন পাঁচ উইকেটের পাওয়ার খবর। ৪ ওভারের কোটায় ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে আসরে নিজের সেরা বোলিংটা করেছেন উমরান।

ছেলের এমন বোলিংয়ের পর জম্মু বাজারে আব্দুর রশিদ এখন সবার সম্মানের পাত্রে পরিণত হয়েছেন। ভারতের শীর্ষ এক গণমাধ্যমকে আব্দুর রশিদ বলেন, ‘উমরান আমাকে বাজারে জম্মুতে জনপ্রিয় করেছে। বাজারে সবাই আমাকে ‘আদাব’ বলে অভিবাদন জানায়। আমি সত্যিই আমার ছেলের জন্য গর্বিত।’

ছেলের জন্য গর্বিত আব্দুর রশিদের জীবনের শেষ ইচ্ছা উমরানকে ভারতের জার্সি গায়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে দেখা। ছেলেকে নিয়ে গর্ব করা আব্দুর রশিদ গর্বিত ভঙ্গিতে বলেন, ‘ওকে (উমরান) বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে দেখতে চাই।’

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ভারতকে সহায়তা করার জন্য নেট বোলার হিসেবে দলে ডাক পেয়েছিলেন উমরান। সামনে আরেকটা বিশ্বকাপ চলে আসছে। এই আসরে ছেলেকে মূল দলে দেখার স্বপ্নে বুদ হয়ে আছেন ফল ব্যবসায়ী বাবা।

আব্দুর রশিদ বলেন, ‘এখন আমার একমাত্র স্বপ্ন হলো, ছেলেকে ভারতীয় দলের জার্সিতে দেখা। আমি চাই সে একদিন বিশ্বকাপে খেলুক। আমি নিশ্চিত সে খেলবে। সে এই পর্যায়ে পৌঁছেছে এবং আমি নিশ্চিত যে সে খুব শীঘ্রই সেখানে পৌঁছাবে। তিনি গোটা দেশকে গর্বিত করবেন।’

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত টুর্নামেন্টে ৮টি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন উমরান। অবিশ্বাস্যভাবে হলেও সত্যি যে, তার করা মোট বলের তার ৯০ শতাংশেরও বেশি ডেলিভারি ঘন্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে করেছেন উমরান।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

রশিদ উইকেট শিকারী বোলার নন: লারা

রশিদ উইকেট শিকারী বোলার নন: লারা

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

গ্লেন ম্যাকগ্রার চোখে উমরান ‘খুবই বিপদজনক’

গ্লেন ম্যাকগ্রার চোখে উমরান ‘খুবই বিপদজনক’

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার