টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৪ মে ২০২২
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। নবম স্থান থেকে অষ্টম স্থানে উঠেছে টাইগাররা। বুধবার (৪ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

বুধবার টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এইখানে বাংলাদেশ ছাড়াও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে শ্রীলঙ্কা। দশম স্থান থেকে নবম স্থানে উঠেছে এসেছে তারা।

সর্বশেষ চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে বাংলাদেশ। এই সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছিল ২৩৩।

আইসিসি জানিয়েছে, নতুন প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে ২০২৯ সালের মে থেকে ২০২১ সালের মে পর্যন্ত অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচগুলোর ফল ৫০ শতাংশ বিবেচনা করা হয়েছে। আর ২০২১ থেকে এখন পর্যন্ত বাকি সময়ে অনুষ্ঠিত ম্যাচগুলোর ফল শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকে বাদ পড়েছে ভারত। তবে এরপর থেকেই আছে নিজের সেরা ছন্দে। এর ফলে ২৭০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আছে ভারতের দখলে। আর ২৬৫ রেটিং নিয়ে দুই নম্বরে আছে ইংল্যান্ড।

তিন থেকে সাত নম্বর অবস্থান পর্যন্ত আছে যথাক্রমে পাকিস্তান (২৬১), দক্ষিণ আফ্রিকা (২৫৩), অস্ট্রেলিয়া (২৫১), নিউজিল্যান্ড (২৫০) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৪০)।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হলেও ওয়ানডেতে একই স্থানে আছে টাইগাররা। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বাংলাদেশের অবস্থান সাত নম্বরে। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। ১২৪ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের ঘাড়ে নিশ্বাস ফেলছে ইংল্যান্ড। তিন থেকে পাঁচ নম্বর অবস্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া (১০৭), ভারত (১০৫) এবং পাকিস্তান (১০২)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সফরে লঙ্কানদের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

বাংলাদেশ সফরে লঙ্কানদের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

মে দিবস: মাঠকর্মীদের প্রতি সাকিবের শ্রদ্ধা

মে দিবস: মাঠকর্মীদের প্রতি সাকিবের শ্রদ্ধা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুলকে পাবে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুলকে পাবে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক