আবারও সেঞ্চুরি হাঁকালেন অ্যালিস্টার কুক!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৬ মে ২০২২
আবারও সেঞ্চুরি হাঁকালেন অ্যালিস্টার কুক!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পর নিজের চতুর্থ মৌসুম খেলতে নেমেছেন অ্যালিস্টার কুক। এসেক্সের হয়ে নিজের ২০তম মৌসুমের শুরুটা করেছিলেন সেঞ্চুরি দিয়ে। মৌসুমের দ্বিতীয় সেঞ্চুরিটাও তুলে নিয়েছেন এই ক্রিকেটার।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন অ্যালিস্টার কুক। তবে এরপরেও চালিয়ে যাচ্ছেন নিজের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার। ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানানোর পরও তার ব্যাটে ফুটছে রানের ফোয়ারা।

এরই ধারাবাহিকতায় ২০২২ কাউন্টি মৌসুমেও রানবন্যার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। প্রথম ম্যাচেই তুলে নিয়েছিলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৭০তম সেঞ্চুরি। আর মৌসুমের চতুর্থ ম্যাচে তুলে নিলেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি।

বৃহস্পতিবার (৫ মে) ইয়র্কশায়ারের বিপক্ষে  টস হেরে ব্যাটিংয়ে নামে এসেক্স। এই ম্যাচে ওপেনিংয়ে নামেন অ্যালিস্টার কুক। ব্যাটিংয়ে নেমেই দেখান নিজের সেই চিরচেনারুপ। ২৫৫তম বলে তুলে নেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি।

৭১তম সেঞ্চুরির পর ইনিংস অবশ্য খুব একটা বড় করতে পারেননি অ্যালিস্টার কুক। ১০৭ রানে থামে তার ইনিংস। ২৬৮ বলে ১৪ চারে এই ইনিংস সাজান স্যার অ্যালিস্টার কুক।

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির সেঞ্চুরির মালিক অ্যালিস্টার কুক। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও কাউন্টি খেলছেন এই ক্রিকেটার। তার ব্যাট থেকে এসেছে ৫৫ টি শতক।

আর তৃতীয় স্থানে আছেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। সম্প্রতি খারাপ ফর্মের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়লেও কাউন্টিতে নিজের জাত চেনাচ্ছেন এই ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার সেঞ্চুরি সংখ্যা ৫৩ টি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরি দিয়ে অ্যালিস্টার কুকের নতুন কাউন্টি মৌসুম শুরু

সেঞ্চুরি দিয়ে অ্যালিস্টার কুকের নতুন কাউন্টি মৌসুম শুরু

কুককে টপকে নতুন  মাইলফলকে জো রুট

কুককে টপকে নতুন মাইলফলকে জো রুট

ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরেছেন উইলিয়ামসন

ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরেছেন উইলিয়ামসন

ইংল্যান্ড ক্রিকেটে দুই কোচে পক্ষে নন ম্যাকডোনাল্ড

ইংল্যান্ড ক্রিকেটে দুই কোচে পক্ষে নন ম্যাকডোনাল্ড