ইংল্যান্ড ক্রিকেটে দুই কোচে পক্ষে নন ম্যাকডোনাল্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৩ মে ২০২২
ইংল্যান্ড ক্রিকেটে দুই কোচে পক্ষে নন ম্যাকডোনাল্ড

দিন কয়েক আগেই ইংল্যান্ড জাতীয় দলের জন্য দুইজন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাদা এবং লাল বলের জন্য আলাদা দুইজন হেড কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিষয়টি ভালো লাগেনি সম্প্রতি অস্ট্রেলিয়ার হেড কোচের দায়িত্ব নেওয়া অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

দীর্ঘ এক বছর ধরেই টেস্ট ক্রিকেটে বাজে সময় কাটাচ্ছে ইংল্যান্ড। এরই ব্যর্থতার দায়ে ইংল্যান্ড দলের হেড কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন কোচ ক্রিস সিলভারউড। এরপর থেকেই নতুন কোচের খোঁজে আছে ইসিবি। সম্প্রতি কোচ নিয়োগের বিবৃতিতে ইসিবি জানিয়েছে সাদা এবং লাল বলের জন্য আলাদা দুইজন হেড কোচ নিয়োগ দেওয়া হবে।

এর আগেও এই পদ্ধতি অবলম্বন করেছিল ইসিবি। তবে সেবার এই তত্ত্বে খুব বেশি আগাতে পারেনি ইংল্যান্ড। তখনকার সময়ে ইসিবির ক্রিকেট পরিচালকের দায়িত্বে থাকা অ্যাশলি জাইলসের সাথে কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সম্পর্কের ফাটল ধরায় সে তত্ত্ব থেকে সরে আসে ইংলিশ বোর্ড। আবারও সেই তত্ত্বে ফিরতে চাচ্ছে দলটি।

ভিন্ন দুইজন হেড কোচ নিয়োগের ব্যাপারটি মোটেও ভালোভাবে নেননি অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি বলেন, “না, আমি মনে করি না তাতে (একজন কোচ) কোনো ঝুঁকি ছিল। আমি মনে করি তারা যেভাবে সেট-আপ করতে যাচ্ছে, গঠন করতে যাচ্ছে, সেটা পরিষ্কার। আমি মনে করি তারা একটি বিভক্ত কোচিং প্যানেল করতে যাচ্ছে। আমার মতামত অবশ্য কিছুটা ভিন্ন।”

আরও বলেন, “আপনার যদি বিভক্ত কোচিং প্যানেল থাকে তাহলে কোন ফরম্যাটকে বেশি প্রাধান্য দেয়? আমি মনে করি একটি নির্বাচক প্যানেল থাকার ক্ষমতা, একজন কোচের মাধ্যমে কাজ করার ক্ষমতা, সেই সময়ে অগ্রাধিকারগুলো কি সেটার নির্দেশনা দেয়া এবং পুরো স্কোয়াড পরিচালনা করা। আমার এখনও মনে হয় একই পথে (একজন কোচ তত্ত্বে) লেগে থাকা দরকার। ”

ইংল্যান্ডের সম্ভাব্য কোচ হিসেবে উচ্চারিত হচ্ছে ওটিস গিবসনের নাম। ধারণা করা হচ্ছে, তাকে লাল বলের জন্য ইংল্যান্ডের দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। এছাড়াও সাদা বলের জন্য নিক নাইটকে দায়িত্ব দিতে আগ্রহী ইসিবি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের কোচের দায়িত্ব কে পাবে তা জানতে হবে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাস গড়ে ইংলিশ ক্লাব মাঠে ঈদের নামাজ

ইতিহাস গড়ে ইংলিশ ক্লাব মাঠে ঈদের নামাজ

স্টোকসের নেতৃত্বে নতুন শুরুর অপেক্ষায় রোমাঞ্চিত অ্যান্ডারসন

স্টোকসের নেতৃত্বে নতুন শুরুর অপেক্ষায় রোমাঞ্চিত অ্যান্ডারসন

দায়িত্ব পেয়েই অ্যান্ডারসন-ব্রডকে দলে ফেরাচ্ছেন স্টোকস

দায়িত্ব পেয়েই অ্যান্ডারসন-ব্রডকে দলে ফেরাচ্ছেন স্টোকস

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং-জয়াবর্ধনে

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং-জয়াবর্ধনে