টেস্টে ‘ফেরা’ নিয়ে দ্রুতই কথা বলতে চান না আমির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৬ মে ২০২২
টেস্টে ‘ফেরা’ নিয়ে দ্রুতই কথা বলতে চান না আমির

২০১৯ সালের জুলাইয়ে হুট করেই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের কথা জানান পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এরপরে সাদা বলের ক্রিকেটে মনোযোগী হয়ে উঠেন এই ক্রিকেটার। তবে কিছুদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানান আমির। মনোযোগী হয়ে উঠেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। এর মধ্যেই কাউন্টি দিয়ে ফিরেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। লঙ্গার ভার্সন ক্রিকেটে ফিরলেও এখনই টেস্ট দলে ফেরা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

দিন কয়েক আগে বয়সের কোটায় ৩০ পেরিয়েছেন মোহাম্মদ আমির। এই বয়সে অনেক ক্রিকেটার টেস্ট দলে নিয়মিত হলেও আরও দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এখন কেবল মাত্রই ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই দেখা মেলে আমিরের।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পর বেশ কয়েকবারই জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা গেলেও কখনই ফেরার সবুজ সংকেত দেননি তিনি। বরং, ফ্রাঞ্চাইজি এবং ঘরোয়া ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকার সিদ্ধান্তই বারবার করে জানিয়েছেন আমির।

এদিকে দীর্ঘ আড়াই বছর পর সম্প্রতিক সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন আমির। এরপরেই তিনি হয়তো টেস্ট দলে ফিরবেন এমন প্রশ্ন জেগেছে। এই বিষয়ে আমির বলেন, “এখনও টেস্ট দলে ফেরা নিয়ে কথা বলার সময় আসেনি। যেকোনো সময় পরিস্থিতি বদল হতে পারে। তবে আমি এখন গ্লুস্টারশায়ারের হয়ে খেলতেই পছন্দ করছি।”

দীর্ঘদিন পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে বেশ ভালো অনুভব করছেন বলেও মনে করেন মোহাম্মদ আমির। এছাড়াও ম্যাচে নিজের কাজ ভালোমতো করছেন বলেও মনে করেন তিনি।

আমির বলেন, “আমি প্রায় চার বছর পর প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। প্রথম ম্যাচ খেলার পর বেশ ভালোই লাগছে। আমি আমার কাজ করে যেতে চাই।”

পাকিস্তানের হয়ে সাদা পোশাকে ৩৬ টেস্ট খেলেছেন মোহাম্মদ আমির। এই সময়ে তিনি শিকার করেছেন ১১৮ উইকেট। স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার আগে টেস্ট ক্রিকেটে নিজের সময় কাটিয়েছিলেন এই পেসার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের সাথে সিরিজ খেলতে কখনও না করেনি বিসিসিআই: তৌকির

পাকিস্তানের সাথে সিরিজ খেলতে কখনও না করেনি বিসিসিআই: তৌকির

দশ মাস আগেই পিএসএলের অষ্টম আসরের তারিখ চূড়ান্ত

দশ মাস আগেই পিএসএলের অষ্টম আসরের তারিখ চূড়ান্ত

শোয়েবের গতির রেকর্ড ভেঙেছিলেন দাবি সামির

শোয়েবের গতির রেকর্ড ভেঙেছিলেন দাবি সামির

শান মাসুদকে টেস্ট ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে চান হাফিজ

শান মাসুদকে টেস্ট ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে চান হাফিজ