শান মাসুদকে টেস্ট ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে চান হাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৮ পিএম, ৩০ এপ্রিল ২০২২
শান মাসুদকে টেস্ট ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে চান হাফিজ

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে চলছেন পাকিস্তানি ক্রিকেটার শান মাসুদ। প্রথম পাকিস্তানি হিসেবে গড়েছেন দুই ইনিংসেই ডাবল সেঞ্চুরির রেকর্ড। মাসুদের এমন পারফর্ম্যান্স দেখে তার প্রশংসায় মেতেছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। মাসুদকে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে চান।

শান মাসুদের উপর বিশ্বাস ছিল হাফিজের। সাবেক পাকিস্তানি ব্যাটার জানতেন যে, কাউন্টিতে গিয়েই পারফর্ম্যান্স করবেন বাঁহাতি ব্যাটার। স্থানীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে হাফিজ বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম যে শান মাসুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে পারফর্ম করবে। আমি তার কঠোর পরিশ্রম এবং কৌশল দেখে মুগ্ধ।’

মাসুদের এই পারফর্ম্যান্সকে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময় বলে মনে করেন হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেলকে এইদিকটা দেখতে বলে ‘প্রফেসর’ খ্যাত এই ক্রিকেটার বলেন, ‘পিসিবি নির্বাচক কমিটিকে অবশ্যই শান মাসুদের পারফরম্যান্সকে কাজে লাগাতে হবে। তাকে খেলার তিনটি ফরম্যাটেই যোগ করা উচিত।’

বর্তমান পাকিস্তান দলের ধারেকাছেও নেই মাসুদ। তার জায়গা দখল করে আছেন দুই ইনফর্ম ব্যাটার অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। যার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক হোম সিরিজ থেকেও বাদ পড়েছেন তিনি। তবে হাফিজ বিশ্বাস করেন যে, প্রত্যাবর্তনের জন্য মাসুদ যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন।

এছাড়াও হাফিজ শানকে তার সীমিত ওভারের খেলার উন্নতির জন্যও প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘শান মাসুদের অবশ্যই পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচ খেলা উচিত কিন্তু তাকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২২ সালের আসরেও ব্যবহার করা যেতে পারে।’

‘একটা সময় ছিল যখন কাউন্টি ক্রিকেট খেলোয়াড়দের দক্ষতাকে আরও মজবুত করতো। কিন্তু এখন কাউন্টি ক্রিকেটের মান পাঁচ দশক আগের মতো নয়। তবে কাউন্টি ক্রিকেট খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে আধিপত্য বিস্তার করতে দেয়।’ – হাফিজ আরও যোগ করেন।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে এখন পর্যন্ত ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করেছেন শান মাসুদ। ডার্বিশায়ারের জার্সিতে তিন ম্যাচের পাঁচ ইনিংসে দুটি দ্বি-শতক সহ তার রান ৬৭১।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

শহীদ আফ্রিদি মিথ্যাবাদী-চরিত্রহীন: কানেরিয়া

শহীদ আফ্রিদি মিথ্যাবাদী-চরিত্রহীন: কানেরিয়া

লর্ডসে খেলার স্বপ্ন পূরন হওয়ায় উচ্ছ্বাসিত শাহীন আফ্রিদি

লর্ডসে খেলার স্বপ্ন পূরন হওয়ায় উচ্ছ্বাসিত শাহীন আফ্রিদি

চল্লিশোর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে ‘বিশ্বকাপ’ আয়োজন করবে পাকিস্তান

চল্লিশোর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে ‘বিশ্বকাপ’ আয়োজন করবে পাকিস্তান

ওয়াসিম-ওয়াকারকে নিয়ে বোমা ফাটালেন সেলিম মালিক

ওয়াসিম-ওয়াকারকে নিয়ে বোমা ফাটালেন সেলিম মালিক