দিনের শুরুতেই অর্ধশতক তুলে নিলেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ১৭ মে ২০২২
দিনের শুরুতেই অর্ধশতক তুলে নিলেন তামিম

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনে নিজের টেস্ট ক্যারিয়ারে ৩২তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। নিজের ইনিংসের ৭৩তম বলে লঙ্কান স্পিনার রমেশ মেন্ডিসকে চার মেরে অর্ধশতক পূর্ণ করেন এই ওপেনার।

সোমবার (১৬ মে) দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং তামিম ইকবাল ১৯ ওভারে ৭৬ রান তুলে দিন শেষ করে। মাহমুদুল হাসান ৩১ এবং তামিম ৩৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

মঙ্গলবার (১৭ মে) তৃতীয় দিনের শুরুতেই ব্যাট হাতে দেখেশুনেই রান তুলতে থাকেন তামিম ইকবাল। অপরদিকে টেস্ট সুলভ ব্যাটিংয়ে তামিমকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন মাহমুদুল হাসান জয়।

ইনিংসের ২৩তম ওভারে রমেশ মেন্ডিসের বলকে কাট করে সীমানা ছাড়া করেন তামিম। আর এই বাউন্ডারিতেই ক্যারিয়ারের ৩২তম হাফ সেঞ্চুরি পূর্ণ হয় তামিম ইকবালের। হাফ সেঞ্চুরি পূর্ণ করতে ৭৩ বল খেলেন এই ওপেনার।

তামিমের পাশাপাশি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও ব্যাট হাতে লঙ্কান বোলারদের দারুণ জবাব দিচ্ছেন। এই দুই ওপেনারের কল্যাণে ৬১ ইনিংস পর শতরানের জুটি দেখলো বাংলাদেশ দল। ইনিংসের ২৪তম ওভারে এই জুটি শতরান পূর্ণ করে। তামিম-জয় জুটির আগে সর্বশেষ ২০১৭ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে শতরানের জুটি গড়েছিল বাংলাদেশ। সেবার সৌম্য সরকারকে সাথে নিয়ে ১১৮ রানের জুটি গড়েছিলেন তামিম।

এর আগে চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ১৯৯ রান করেন অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। টাইগারদের হয়ে ১৫ মাস পর টেস্ট খেলার সুযোগ পেয়েই ক্যারিয়ার সেরা ৬ উইকেট শিকার করেছেন নাঈম হাসান।

স্পোর্টসমেই২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রামে ‘চায়নাম্যান’ সাকিব

চট্টগ্রামে ‘চায়নাম্যান’ সাকিব

সাগরিকায় ম্যাথিউসের সংগ্রামী ব্যাটিংয়ে আক্ষেপের ছোঁয়া

সাগরিকায় ম্যাথিউসের সংগ্রামী ব্যাটিংয়ে আক্ষেপের ছোঁয়া

অনুশীলন ছাড়াই সাকিব পারবেন, ‘শতভাগ’ বিশ্বাসী ছিলেন হেরাথ

অনুশীলন ছাড়াই সাকিব পারবেন, ‘শতভাগ’ বিশ্বাসী ছিলেন হেরাথ

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস