সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসিবির প্রধান নির্বাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৭ মে ২০২২
সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসিবির প্রধান নির্বাহী

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টম হ্যারিসন। সাত বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি বছরের জুন মাসে আনুষ্ঠানিকভাবে সংগঠন ছাড়বেন হ্যারিসন।

হ্যারিসনের এমন ঘোষণায় নতুন সিইও খোঁজার কাজ শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আপাতত ইংল্যান্ড মহিলা দলের ম্যানেজিং ডিরেক্টর ক্লেয়ার কনরকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দেখা যেতে পারে। এমনটাই জানিয়েছে ইসিবি।

সিইও হিসেবে ২০১৫ সালের জানুয়ারীতে দায়িত্ব নেন হ্যারিসন। এরপর থেকে ইংল্যান্ড ক্রিকেটের বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন তিনি। এর মধ্যে করোনা করোনাভাইরাস মহামারীতে অভূতপূর্ব আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার নেতৃত্বাধীন বোর্ড। তবে সে চ্যালেঞ্জ সফলভাবেই কাটিয়ে উঠেন তিনি।

দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হ্যারিসন বলেন, ‘গত সাত বছর ধরে ইসিবির সিইও’র দায়িত্বে থাকাটা অনেক বড় সম্মানের। আমার দায়িত্ব ছিল ক্রিকেটকে ইংল্যান্ডের সর্বত্র ছড়িয়ে দেয়া। আমি এই ভূমিকায় সবকিছুই সফলভাবে সম্পন্ন করেছি। এই কাজটি চালিয়ে যাওয়ার জন্য নতুন শক্তি আনার এখনই সঠিক সময়।’

টম হ্যারিসনের দায়িত্ব ছাড়ার ঘোষণায় ইসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান মার্টিন ডার্লো বলেন: ‘টম একজন অসামান্য সিইও। তার অর্জনের জন্য সে আন্তরিক ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি সর্বদা খেলার স্বার্থকেই প্রথমে রেখেছেন। আমরা তার লক্ষ্য ধরে এখন এগিয়ে যাবো।’

‘আমরা আপাতত এখন তার উত্তরসূরির সন্ধান শুরু করবো। যাতে তিনি (হ্যারিসন) যা অর্জন করেছেন তার উপর ভিত্তি করে ইসিবিকে গড়ে তুলতে পারেন। আমি সন্তুষ্ট যে ক্লেয়ার কনর এই প্রক্রিয়া চলাকালীন অন্তর্বর্তী হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।’ - ডার্ল যোগ করেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দিবে ভারতের ‘দ্বিতীয় সারির’ দল

দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দিবে ভারতের ‘দ্বিতীয় সারির’ দল

ম্যাসন মাউন্টের দুঃখ ‘ওয়েম্বলি স্টেডিয়াম’

ম্যাসন মাউন্টের দুঃখ ‘ওয়েম্বলি স্টেডিয়াম’

টেস্টে ইংলিশদের প্রধান কোচ হলেন ম্যাককালাম

টেস্টে ইংলিশদের প্রধান কোচ হলেন ম্যাককালাম

চ্যাম্পিয়নস লিগ থেকেও ‘বড় কিছু’ পিএসজিকে এনে দিয়েছেন মেসি

চ্যাম্পিয়নস লিগ থেকেও ‘বড় কিছু’ পিএসজিকে এনে দিয়েছেন মেসি