চ্যাম্পিয়নস লিগ থেকেও ‘বড় কিছু’ পিএসজিকে এনে দিয়েছেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ১৭ মে ২০২২
চ্যাম্পিয়নস লিগ থেকেও ‘বড় কিছু’ পিএসজিকে এনে দিয়েছেন মেসি

বেশ প্রত্যাশা নিয়েই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিজেকে হারিয়ে খুঁজছেন সাবেক বার্সা ফরোয়ার্ড। মেসির বিবর্ণতায় চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিয়েছে তারা। তবে চ্যাম্পিয়নস লিগ জেতাতে না পারলেও তারচেয়ে বেশি কিছু ফরাসি ক্লাবটিকে এনে দিয়েছেন মেসি।

ইউরোপের সবচেয়ে বড় আসর নিয়ে শুরুতেই স্বপ্ন দেখেছিল প্যারিসিয়ানরা। কেননা তাদের দলে ছিল বিশ্বের তিন সেরা তারকা মেসি, নেইমার ও এমবাপে। তবে রিয়াল মাদ্রিদের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডে বাদ পরায় সেটা বাস্তবায়িত হয়নি। তা না হলেও বাণিজ্যিক দিয়ে পিএসজিকে বেশ লাভবান করেছেন মেসি।

ফরাসি দৈনিক এল কুইপের মতে, লিগ ওয়ান চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে ৭০০ মিলিয়ন ইউরো আয় করেছে। যা এ যাবতকালে পিএসজির রেকর্ড আয়। ২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস ক্লাবের মালিকানা নেওয়ার পর থেকে এর চেয়ে বেশি কখনো তারা আয় করতে পারেনি।

এই আয়ের বড় একটা অংশটা আসছে ‘গট’ থেকে । যারা পিএসজির জার্সি স্পন্সর করেছে। তারা প্রতি মৌসুমের জন্য ৫০ মিলিয়ন ইউরো করে দিবে ক্লাবটিকে। ক্রিপ্টো এবং গরিলাসের থেকেও আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ। যার ফলে তাদের এখন থেকে অতিরিক্ত ১০ মিলিয়ন ইউরো পাবে পিএসজি।

অন্যদিকে আয়ের বড় আরেকটা অংশ আসছে বিজ্ঞাপন থেকে। যেখান থেকে ৩০০ মিলিয়নের বেশি আয় করবে ফরাসি জায়ান্টরা। মেসি আসার ফলে ক্লাবের জার্সি বিক্রির পরিমাণও বেড়েছে। মোট আয়ের ৬০ শতাংশই এসেছে আর্জেন্টাইন তারকার নাম-নাম্বার সম্বলিত জার্সিই বিক্রি থেকে।

জার্সি বিক্রির তালিকায় পুরো ইউরোপ জুড়ে মাত্র একটি ক্লাব পিএসজির চেয়ে এগিয়ে আছে। তারা হলো ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের জার্সিই কেবল বিশ্বজুড়ে পিএসজির চেয়ে বেশি বিক্রি হয়। ওইদিকে এতোসব আয় বৃদ্ধির মাঝেও দুঃসংবাদও আছে নাসের আল খেলাইফির দলের জন্য।

রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় ক্লাবটির টেলিভিশন স্বত্ব থেকে আয় কমে গেছে। গত মৌসুমে সেমিফাইনাল খেলে তারা যেখানে ২০০ মিলিয়ন ইউরো অর্জন করেছিল। সেখানে এই বছর আয়ের পরিমাণ কমে তার অর্ধেকেরও বেশি নেমে গেছে! যা মোটেই ভালো কিছু নয়।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

জুভেন্টাসের সাথে সাত বছরের সম্পর্ক ছিন্ন করছেন দিবালা

জুভেন্টাসের সাথে সাত বছরের সম্পর্ক ছিন্ন করছেন দিবালা

লিগ ওয়ানে মৌসুম সেরা এমবাপে

লিগ ওয়ানে মৌসুম সেরা এমবাপে

শেষ ম্যাচে খেলোয়াড়রা জীবন দিতেও প্রস্তুত: গার্দিওয়ালা

শেষ ম্যাচে খেলোয়াড়রা জীবন দিতেও প্রস্তুত: গার্দিওয়ালা

গেটাফের মাঠে হোঁচট খেয়েও স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা

গেটাফের মাঠে হোঁচট খেয়েও স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা