প্রতিভার খোঁজে বিসিবি, স্পেশাল ক্যাম্পে ৩২ স্পিনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৬ পিএম, ২৮ মে ২০২২
প্রতিভার খোঁজে বিসিবি, স্পেশাল ক্যাম্পে ৩২ স্পিনার

জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ক্যাম্পটি পরিচালনা করবেন, ফাইল ফটো

তরুণ স্পিন বোলারদের জন্য চার দিনের বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্সের এ বিশেষ ক্যাম্পটি জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ পরিচালনা করবেন।স্পেশাল ই ক্যাম্পে ডাক পেয়েছেন মোট ৩২ জন তরুণ ক্রিকেটার।

শনিবার (২৮ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর এবং আউটডোরের প্রশিক্ষণ কেন্দ্রে এ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। ২৯ মে থেকে ১ জুন মোট চারদিন চলবে এ স্পেশাল স্পিন বোলিং ক্যাম্প।

বিসিবির ক্রিকেট অপারেশন্স-এর তত্ত্ববধানে এ বিশেষ ক্যাম্পে ৩২ জন স্পিনারকে রাখা হয়েছে। যাদের প্রথম শ্রেণি বা ঢাকার ক্লাব ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে। মূলত ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই এ ক্যাম্প। যেখান থেকে হয়তো উঠে আসবে আগামী সাকিব-মিরাজরা।

বিশেষ ক্যাম্পে ডাক পাওয়া ৩২ জনের মধ্যে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন এমন কয়েকজনও রয়েছেন। তারা হলেন- সানজামুল ইসলাম, জুবায়ের হোসেন, নাজমুল ইসলাম অপু। এছাড়া রকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদির মতো তরুণ প্রতিভাও ডাক পেয়েছেন।

বিসিবি এই বিশেষ ক্যাম্প সম্পর্কে জাতীয় দলের নির্বাচক হাবিবুল সংবাদ মাধ্যমকে বলেছেন, এসব স্পিনারদের অনেকে ঢাকার ক্লাব ক্রিকেটে খেলে, আবার কেউ কেউ কোনো পর্যায়েই খেলেনি। আমরা দেখব যে, তাদের মধ্যে স্পেশাল কোনো প্রতিভা রয়েছে কি-না।

বিসিবির স্পেশাল স্পিন বোলিং ক্যাম্পে যারা আছেন যারা
রকিবুল হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল হোসেন অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মেহরাব ওহিন, শাদাত হোসেন সবুজ, নাইম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন, আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাসিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারী, তুষার মিয়া, অনিক, তাজ মোঃ এহতাসুম মাহমুদ, স্বাধীন ইসলাম এবং রুবেল।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

অতীতের ‘খারাপ অভ্যাসে’ ভালো উইকেটেও ভুগছে বাংলাদেশ: ডোমিঙ্গো

অতীতের ‘খারাপ অভ্যাসে’ ভালো উইকেটেও ভুগছে বাংলাদেশ: ডোমিঙ্গো

টেস্ট ব্যর্থতায় নাজমুল হাসানের ‌‘কাঠগড়ায়’ কোচিং স্টাফ

টেস্ট ব্যর্থতায় নাজমুল হাসানের ‌‘কাঠগড়ায়’ কোচিং স্টাফ

বিশ্ব স্পিনারদের মাঝে সেরা দশে সাকিব

বিশ্ব স্পিনারদের মাঝে সেরা দশে সাকিব

মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল

মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল