বিরাট কোহলির জন্য ঢাল হয়ে দাঁড়ালেন শোয়েব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০১ জুন ২০২২
বিরাট কোহলির জন্য ঢাল হয়ে দাঁড়ালেন শোয়েব

ক্যারিয়ারে সবচেয়ে খারাপ সময় পার করছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ব্যাট হাতে একদমই রানে নেই এই ব্যাটার। এই সুযোগে তাকে নিয়ে সমালোচনায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা। আর তাতেই ক্ষেপেছেন সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার। কোহলির জন্য ঢাল হয়ে দাঁড়ালেন তিনি।

শোয়েব আখতার মনে করেন,এই রান খরা কোহলিকে সামনের জন্য প্রস্তুত করবে। সামনেই রানের বন্যা বইয়ে দিয়ে ১১০টি সেঞ্চুরি করবেন ভারতের এই ব্যাটার। তাই কোহলির সমালোচনা মোটেই কাম্য নয়।

সাবেক ক্রিকেটারদের উদাহরন হিসেবে শচীনকে দেখতে বলছেন শোয়েব। এখন পর্যন্ত অনেক সাবেক ক্রিকেটার কোহলিকে নিয়ে কথা বললেও একটা টু শব্দও করেননি শচীন। কোহলির সমালোচনা করা সাবেক ক্রিকেটারদের তাই শচীনের জীবন থেকে শিষ্ঠাচার শেখার পরামর্শ দিয়েছেন তিনি।

শোয়েব বলেন, ‘শচীন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নম্র ব্যক্তি। তার আচরণের ক্ষেত্রে আমি তাকে সত্যিই শ্রদ্ধা করি। কথা বলার সময় তিনি মানুষকে অনেক সম্মান করেন। প্রত্যেকেরই তার কাছ থেকে শেখা উচিত।’

বিরাট কোহলি ২০১৯ সাল থেকেই নিজের ফর্ম ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ভাগ্য তার পক্ষে কথা বলছে না। এর মধ্যে একশো ম্যাচ খেলে ফেললেও একবারও শতরানের ঘর ছুঁতে পারেননি তিনি। ২০২২ আইপিএলে ১৬ ম্যাচে ২২ দশমিক ৭৩ গড়ে সর্বসাকুল্য ৩৪১ রান করেছেন কোহলি।

শোয়েব আরও বলেন, ‘আপনাকে বাজে কথা বলে মিডিয়ার সামনে নিজেকে লজ্জা দিতে হবে কেন? যেখানে বাচ্চারাও আপনার কথা শুনছে। বিরাট কোহলিকে সম্মান করুন। আমি একজন পাকিস্তানি হিসেবে বলছি যে সে সর্বকালের সেরা খেলোয়াড়। আমি চাই সে ১১০টি সেঞ্চুরি করুক।’

এর আগে ভারতীয় ক্রিকেট দলের পূর্ববর্তী প্রধান কোচ রবি শাস্ত্রী সহ সাবেক ক্রিকেটাররা ফর্ম ফিরে পেতে কোহলিকে খেলা থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ তারা মনে করেন অতিমাত্রায় ক্রিকেট খেলাই কোহলির পড়তি ফর্মের কারণ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই: কোহলি

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই: কোহলি

ডি ভিলিয়ার্সকে আবারও ব্যাঙ্গালুরুতে চান কোহলি

ডি ভিলিয়ার্সকে আবারও ব্যাঙ্গালুরুতে চান কোহলি

বিশ্রাম নয়, কোহলিকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলীপ ভেংসরকারে

বিশ্রাম নয়, কোহলিকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলীপ ভেংসরকারে

কোহলি দ্রুতই রানে ফিরবে, বিশ্বাস সৌরভের

কোহলি দ্রুতই রানে ফিরবে, বিশ্বাস সৌরভের