ক্যারিয়ার সেরা টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন, মুশফিকের বড় লাফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০১ জুন ২০২২
ক্যারিয়ার সেরা টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন, মুশফিকের বড় লাফ

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা এই দুই ক্রিকেটার টেস্ট র‍্যাঙ্কিংয়েও দিয়েছেন বড় লাফ। পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১২তম স্থানে আছেন লিটন আর ৭ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন মুশফিকুর রহিম।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলেও ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের ব্যাটে ভর করেই লড়াইয়ের পুঁজি পেয়েছিল। যদিও শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারের লজ্জা নিয়ে বাংলাদেশকে মাঠ ছাড়তে হয়।

ঢাকা টেস্টের দুই ইনিংসে ১৪১ ও ৫২ রান করেছিলেন লিটন দাস। এর আগে চট্টগ্রাম টেস্টে ৮৮ রানের ইনিংস ভর করে ১৭তম স্থানে উঠেছিলেন তিনি। আর ঢাকা টেস্টে পারফর্ম করে পাঁচ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটাই সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

শুধু র‍্যাঙ্কিং নয়, রেটিং পয়েন্টেও সবার উপরে উঠেছেন লিটন দাস। ২০১৭ সালের আগস্টে সর্বোচ্চ ৭০৯ রেটিং নিয়ে ১৪তম স্থানে উঠেছিলেন তামিম। এবার তাকে ছাড়িয়ে ৭২৪ রেটিং নিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন লিটন।

এদিকে চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ১০৪ রানের ইনিংস খেলে ২৫তম স্থানে উঠে এসেছিলেন মুশফিকুর রহিম। পারফর্মেন্সের ধারাবাহিকতায় মিরপুরেও করেছিলেন সেঞ্চুরি। স্বাভাবিকভাবে র‍্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে। সাত ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি।

মুশফিকের ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং ছিল ১৮। এর আগে ২০১৮ সালে এই র‍্যাঙ্কিংয়ে উঠেছিলেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন তাইজুল ইসলাম। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে চার নম্বর অবস্থানেই আছেন সাকিব আল হাসান।

বাংলাদেশি ক্রিকেটারদের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শ্রীলঙ্কান দুই ব্যাটার দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই দুই ক্রিকেটার এগিয়েছেন যথাক্রমে ৯ ও ৬ ধাপ।

ঢাকা টেস্টে বাংলাদেশি ব্যাটারদের বেশ ভুগিয়েছিলেন আসিথা ফার্নান্দো ও কাসুন রাজিথা। এই দুই ক্রিকেটার এগিয়েছেন যথাক্রমে ১৭ ও ৪৪ ধাপ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্বের চাপে ‘নুইয়ে পড়া’ মমিনুল

অধিনায়কত্বের চাপে ‘নুইয়ে পড়া’ মমিনুল

মমিনুলের সিদ্ধান্ত নেওয়া উচিত, কোনটা ভালো: জালাল ইউনুস

মমিনুলের সিদ্ধান্ত নেওয়া উচিত, কোনটা ভালো: জালাল ইউনুস

অতীতের ‘খারাপ অভ্যাসে’ ভালো উইকেটেও ভুগছে বাংলাদেশ: ডোমিঙ্গো

অতীতের ‘খারাপ অভ্যাসে’ ভালো উইকেটেও ভুগছে বাংলাদেশ: ডোমিঙ্গো

শূন্যের বিব্রতকর বিশ্বরেকর্ডে বাংলাদেশ

শূন্যের বিব্রতকর বিশ্বরেকর্ডে বাংলাদেশ