আমার শরীরে অধিনায়কত্বের বাজে প্রভাব পড়েছিল: রুট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৬ জুন ২০২২
আমার শরীরে অধিনায়কত্বের বাজে প্রভাব পড়েছিল: রুট

অ্যাশেজ ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজেও অধিনায়ক হিসেবে ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছিলেন জো রুট। ব্যাট হাতে রান পেলেও অধিনায়ক হিসেবে সর্বশেষ এক বছরের তার সাফল্য ছিল মাত্র এক জয়। দলকে সাফল্য এনে দিতে না পারায় অধিনায়কের দায়িত্বভার ছেড়েছেন তিনি। এবার রুট জানালেন, অধিনায়কত্বের বাজে প্রভাব পড়েছিল তার শরীরের উপর।

অধিনায়কত্ব ছাড়ার পরে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করে ইংলিশদের জয়ের নায়ক ছিলেন জো রুট। ক্যারিয়ারে প্রথমবারের মতো চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করা রুট জানান, অধিনায়কত্বের খারাপ বিষয়টি তিনি মাঠে রেখে যেতে পারেননি। বরং, বিষয়টি তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল।

লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরার পুরষ্কার নিয়ে রুট বলেন, “অধিনায়কত্বের সঙ্গে আমার সম্পর্কটা খুবই অস্বাস্থ্যকর হয়ে পড়ছিল। আমার নিজের স্বাস্থ্যের ওপর এটি প্রভাব ফেলছিল। এবং মাঠে এর প্রভাব আসলে রেখে আসতে পারছিলাম না, আমার ব্যক্তিগত জীবনেও এটি প্রভাব ফেলছিল। আমার পরিবারের জন্য, কাছের মানুষদের জন্য, এমনকি আমার নিজের জন্য ব্যাপারটা ঠিক ছিল না।”

দলকে সফল করতে নিজের মতো করে কাজ করতে চেয়েছেন বলেও জানান রুট। বলেন, “আমি সবকিছু ছেড়ে দলকে কিভাবে উন্নতি করাবো সেই চেষ্টা করেছি। শেষ পর্যন্ত মনে হয়েছে অধিনায়ক হিসেবে নয়, ভিন্ন উপায়ে চেষ্টা করা উচিত।”

ইংল্যান্ড দলে নিজের উত্তরসূরি বেন স্টোকসকে সবধরনের সহযোগিতা করবেন জানিয়ে বলেন, “আমি ওর (স্টোকস) অধিনায়কত্ব নিয়ে খুবই উৎসাহী। আমি সবভাবেই বেনকে (স্টোকস) সাহায্য করতে চাই। আশা করি, ওর অধীনে দল দারুণভাবে ঘুরে দাঁড়াবে।”

ভবিষ্যতে আবার অধিনায়কত্ব পেলে সেই দায়িত্ব পালন করবেন কি-না এই প্রশ্নের জবাবে রুট জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে তবেই এই সিদ্ধান্ত নিবেন। আগে থেকেই এই বিষয়ে কোনো কিছু জানাতে চান না এই ব্যাটার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

টেন্ডুলকারকে ছাড়াবেন রুট: মার্ক টেলর

টেন্ডুলকারকে ছাড়াবেন রুট: মার্ক টেলর

টেস্টে দশ হাজারী ক্লাবে `দ্রুততম' জো রুট

টেস্টে দশ হাজারী ক্লাবে `দ্রুততম' জো রুট

ম্যাককালামের প্রস্তাবে টেস্ট দলে ফিরতে আগ্রহী মঈন

ম্যাককালামের প্রস্তাবে টেস্ট দলে ফিরতে আগ্রহী মঈন

ইংল্যান্ডের জার্সি গায়ে লর্ডসের মাঠে ‘বাংলাদেশ’র রবিন

ইংল্যান্ডের জার্সি গায়ে লর্ডসের মাঠে ‘বাংলাদেশ’র রবিন