বিগব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের সাথে যুক্ত হলেন পন্টিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৯ জুন ২০২২
বিগব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের সাথে যুক্ত হলেন পন্টিং

বিগব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সের স্ট্রাটেজি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব সামলাবেন। তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট হ্যারিকেন্স কর্তৃপক্ষ।

খেলোয়াড়ি জীবনে বিগব্যাশে হোবার্ট হ্যারিকেন্সকে প্রতিনিধিত্ব করেছেন পন্টিং। এবার একই দলে স্ট্র্যাটেজি হেড হিসেবে নিয়োগ পেলেন। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাবেক এই ক্রিকেটার।

হোবার্ট হ্যারিকেন্স এক বিবৃতিতে জানায়, “পন্টিং তিন বছরের চুক্তিতে হোবার্ট হ্যারিকেন্সের সাথে কাজ করবে। হেড কোচ ও খেলোয়াড় কেনার বিষয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।”

বিগব্যাশে হোবার্ট হ্যারিকেন্সে হয়ে খেলা পন্টিং দলটির দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত। এক বার্তায় তিনি বলেন, “ বিগব্যাশের প্রথম দুই আসরে দলকে প্রতিনিধিত্ব করেছিলাম। এখন খেলার ধরন ও প্রতিযোগিতায় অনেক পরিবর্তন এসেছে। আশা করি দলকে নিজের সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করতে পারবো।”

খেলোয়াড়ী জীবনে রাজ্য দল তাসমানিয়াকে প্রতিনিধি করেছেন পন্টিং। বিগব্যাশে সেই রাজ্যের প্রতিনিধি হোবার্ট হ্যারিকেন্সের উন্নতিতে ভূমিকা রাখতে পারলে গর্ববোধ করবেন বলেও জানান এই ক্রিকেটার।

বলেন, “আমি সবসময়ই তাসমানিয়া ও অস্ট্রেলিয়া ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চাই। হোবার্টের এই দায়িত্ব নেওয়া আমার জন্য বিশেষ কিছু। আমি সামনে আগাতে চাই ও সেরা কোচ খুঁজে বের করার ব্যাপারে আশাবাদী।”

খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়াকে দুই বিশ্বকাপ শিরোপা জেতানো রিকি পন্টিং অস্ট্রেলিয়ার হয়ে ১৬৮ টেস্ট, ৩৭৫ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি ম্যাচ। এই সময়ে তার ব্যাট থেকে ৭১ সেঞ্চুরিতে এসেছিল ২৭ হাজার ৪৮৩ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

ক্রিকেট শ্রীলঙ্কায় আনন্দের উপলক্ষ্য হবে: ফিঞ্চ

ক্রিকেট শ্রীলঙ্কায় আনন্দের উপলক্ষ্য হবে: ফিঞ্চ

অ্যান্ড্রু সাইমন্ডস: আগ্রসী ভয়ডরহীন গুঁড়িয়ে দিতেন প্রতিপক্ষকে

অ্যান্ড্রু সাইমন্ডস: আগ্রসী ভয়ডরহীন গুঁড়িয়ে দিতেন প্রতিপক্ষকে