দ্বিতীয় টেস্টের স্কোয়াডে শরিফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২০ জুন ২০২২
দ্বিতীয় টেস্টের স্কোয়াডে শরিফুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট হেরে সিরিজ পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে দলের সাথে যুক্ত হবেন পেসার শরিফুল ইসলাম। এর আগে ইয়াসির আলি রাব্বি বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। শরিফুলের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে ইনজুরিতে পড়েন শরিফুল ইসলাম। এই ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি ছিলেন না। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ছিলেন না তিনি।

ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্যাটারদের ব্যর্থতায় ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই দেড় বছর পর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান টেস্ট দলে ফিরেছিলেন। এবার দলের সাথে যুক্ত হচ্ছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

টেস্ট দলে হঠাৎই অন্তর্ভূক্ত হলেও আগে থেকেই সীমিত ওভারের দলে ছিলেন শরিফুল ইসলাম। অবশ্য এর আগেই দলের সাথে যোগ দিবেন তিনি। টেস্ট দলে যোগ দিতে শরিফুল সোমবার (২০ জুন) রাতে দেশ ছাড়বেন।

টেস্টে টাইগারদের বোলিংয়ের অন্যতম ভরসা তাসকিন আহমেদ ইনজুরির কারণে খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। এর আগে একই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টও মিস করেছিলেন। ইনজুরির কারণে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও খেলছেন না। ধারণা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়ে দলে ফিরবেন।

এদিকে ক্যারিবিয়ান সফর শুরুর আগেই দলে অন্তর্ভূক্ত হয়েছিলেন ব্যাটার এনামুল হক বিজয়। ইয়াসির আলি রাব্বির ইনজুরির কারণে তাকে দলে নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ৪ টেস্ট খেলে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত একবারও পাঁচ উইকেট শিকার করতে পারেননি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে ভিডিও বার্তা দিলেন বিজয়

ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে ভিডিও বার্তা দিলেন বিজয়

ব্যাটারদের উপায় খুঁজে বের করতে হবে, সহজ সমাধান: সাকিব

ব্যাটারদের উপায় খুঁজে বের করতে হবে, সহজ সমাধান: সাকিব

ব্যাটিং ব্যর্থতার বাংলাদেশের আরও একটি টেস্ট হার

ব্যাটিং ব্যর্থতার বাংলাদেশের আরও একটি টেস্ট হার

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো