ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে ভিডিও বার্তা দিলেন বিজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫০ পিএম, ২০ জুন ২০২২
ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে ভিডিও বার্তা দিলেন বিজয়

দীর্ঘ আট বছর পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। ইয়াসির আলি রাব্বির ইনজুরিতে টেস্ট দলে সুযোগ পাওয়া বিজয় প্রথম ম্যাচ চলাকালীনই যোগ দিয়েছেন স্কোয়াডে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে বিজয় জানালেন, দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া অনুভূতি।

২০১৪ সালে সর্বশেষ টেস্ট খেলা এনামুল হক বিজয় দল থেকে বাদ পড়েছিলেন নিজের খারাপ ফর্মের কারণে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে হাজারের বেশি রান করে আবারও ফিরেছেন দলে। আরও পরিণত হয়ে ফেরা বিজয়ের লক্ষ্য জাতীয় দলে নিজের জায়গা পাকা করা।

ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দিয়ে বিজয় বলেন, “আজকে দলের সাথে যোগ দিলাম। অনেক দিন পর টেস্ট দলে এসে ভালো লাগছে। দ্বিতীয় টেস্টের জন্য  হাতে আরও চার-পাঁচ দিন আছে। চেষ্টা করবো যদি সুযোগ আসে তাহলে ভালো করার। অনেকদিন পর যেহেতু আসলাম, ভালো লাগছে দলে এসে।”

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ব্যাটিং ব্যর্থতায় ঢাকায় টেস্ট হেরেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টেও দেখা গিয়েছে একই চিত্র। দলের ব্যাটিং অর্ডারের চিত্র না বদলানোই হয়তো দলে সুযোগ পেতে পারেন বিজয়। এখন অপেক্ষা নিজেকে প্রমাণ করার।

জাতীয় দলের হয়ে সাদা পোশাকের পারফর্মেন্স অবশ্য বিজয়ের পক্ষে কথা বলে না। ৪ টেস্ট খেলা বিজয়ের টেস্ট গড় মাত্র ৯.১২। সর্বোচ্চ ইনিংস ২২ রানের।

পুরাতন রেকর্ড বিজয়ের পক্ষে কথা না বললেও সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারের সেরা ছন্দে থাকায় তাকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চাইবে দল। সেই সুযোগ কতটুকু কাজে লাগাতে পারবেন বিজয়, সেটাই অপেক্ষা।

টেস্ট দলের পাশাপাশি বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডেও আছেন এনামুল হক বিজয়। সেখানে অবশ্য কারো বদলি নন, আগে থেকেই ছিলেন স্কোয়াডে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটারদের উপায় খুঁজে বের করতে হবে, সহজ সমাধান: সাকিব

ব্যাটারদের উপায় খুঁজে বের করতে হবে, সহজ সমাধান: সাকিব

ব্যাটিং ব্যর্থতার বাংলাদেশের আরও একটি টেস্ট হার

ব্যাটিং ব্যর্থতার বাংলাদেশের আরও একটি টেস্ট হার

সাকিবকে ‘সতর্ক’ করলেন ডোমিঙ্গো

সাকিবকে ‘সতর্ক’ করলেন ডোমিঙ্গো

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো