পুরোনো চোটে সাইফউদ্দিন, ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৩ জুন ২০২২
পুরোনো চোটে সাইফউদ্দিন, ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না

দীর্ঘিদিন ধরে পিঠের চোটে দলের বাইরে ছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে লম্বা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই জাতীয় দলে ফেরার কথা ছিল তার। কিন্তু পিঠের পুরোনো চোটে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে এই অলরাউন্ডারের। 

শুক্রবার (২৪ জুন) ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাদা বলের দলে থাকা ক্রিকেটারদের বিমানে ওঠা কথা রয়েছে। কয়েকদিন ধরেই মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করছিলেন সাইফ। সেখানেই বোলিংয়ের সময়ে পিঠে ব্যথা অনুভব করেন তিনি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২২ জুন) সাইফউদ্দিনের ফিটনেস পরীক্ষা হয়। সেখানে উতরাতে না পারায় ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান তিনি।

পরবর্তীতে তাকে আনফিট ঘোষণা করে বিসিবির মেডিকেল বিভাগ। স্পোর্টমেইল২৪.কম’কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, টিম ম্যানেজমেন্টকে সাইফউদ্দিনের চোটের বিষয়ে জানানো হয়েছে। এরপর সে ওয়েস্ট ইন্ডিজ যাবে কিনা সেটার চুড়ান্ত সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট। এখন পর্যন্ত সাইফউদ্দিনের বদলি হিসেবে কাউকে নেওয়া হয়নি।

ইনজুরির ভয়ে দমে যেতে চান না তাসকিন

২০২১ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে সাইফউদ্দিন। এরপর চোট কাটিয়ে গত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে পেসারদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ব্যাট হাতে ২৭০ রানও করেছেন সাইফউদ্দিন।

মোহাম্মদ সাইফউদ্দিন বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি ওয়ানডে ও  সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন। এ সময়ে ওয়ানডেতে ১২৭৯ রানের পাশাপাশি টি-টোয়েন্টি সংগ্রহ ৮২৬ রান। এছাড়া ওয়ানডেতে তার সংগ্রহ ৪১টি উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩১টি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বায়ার্ন মিউনিখে সাদিও মানে, এখন লিভারপুলের এক নম্বর

বায়ার্ন মিউনিখে সাদিও মানে, এখন লিভারপুলের এক নম্বর

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

শ্রীলঙ্কা সফরে পাকিস্তান দলে ফিরেছেন ইয়াসির শাহ

শ্রীলঙ্কা সফরে পাকিস্তান দলে ফিরেছেন ইয়াসির শাহ

ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে থাকা পরামর্শ আকরামের

ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে থাকা পরামর্শ আকরামের