গলে প্রথম দিন শেষে পাকিস্তানের বিপক্ষে লঙ্কার সংগ্রহ ৩১৫ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৪ জুলাই ২০২২
গলে প্রথম দিন শেষে পাকিস্তানের বিপক্ষে লঙ্কার সংগ্রহ ৩১৫ রান

পাকিস্তানের বিপক্ষে গলে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটাপন্ন অবস্থায় দ্বিতীয় টেস্ট খেলতে নামা লঙ্কানরা প্রথম দিন শেষে স্কোরবোর্ডে তুলেছে ৬ উইকেটে ৩১৫ রান। এই টেস্ট দিয়েই ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছেন লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

রোববার (২৪ জুলাই) গলে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার করুণারত্নে ও ওশাদা ফার্নান্দো। দু’জনের ব্যাটে ভর করে ৯২ রানের উদ্বোধনী জুটির দেখা পায় শ্রীলঙ্কা। ব্যক্তিগত ৫০ রানে ফার্নান্দো ফিরলে ভাঙে এই জুটি।

ওশাদার পর পরই প্যাভিলিয়নের পথ ধরেন কুশল মেন্ডিস ও দিমুথ করুণারত্নে। পরে দলের হাল ধরেন শততম টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমাল। এই দুইজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিলো শ্রীলঙ্কা।

৪২ রানে অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরলে বড় জুটি গড়া একরকম স্বপ্ন হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কার জন্য। ব্যক্তিগত ৮০ রানে দীনেশ চান্দিমাল ফিরলে ২৫৮ রানে পাঁচ উইকেট হারিয়ে দিন শেষের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

আরও পড়ুনপরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান ওয়ার্নার 

সেই শঙ্কা সত্যি হতে দেননি ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা ও অভিষিক্ত দুনিথ ওয়ালেগে। এই তিনজনের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলে দিন শেষ করে শ্রীলঙ্কা।

পাকিস্তানের হয়ে স্পিনার মোহাম্মদ নাওয়াজ দুই উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন নাসিম শাহ, নওমান আলি ও ইয়াসির শাহ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

শততম টেস্ট খেলতে নামা ম্যাথুজের প্রেরণা এন্ডারসন

শততম টেস্ট খেলতে নামা ম্যাথুজের প্রেরণা এন্ডারসন

আরব আমিরাতেই হচ্ছে এশিয়া কাপ

আরব আমিরাতেই হচ্ছে এশিয়া কাপ

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

প্রত্যাবর্তনে কাদিরকে ছাড়ালেন ইয়াসির, সামনে কানেরিয়া

প্রত্যাবর্তনে কাদিরকে ছাড়ালেন ইয়াসির, সামনে কানেরিয়া