অন্যদের ব্যর্থতার দিনে অধিনায়ক মিথুনের প্রতিরোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৫ আগস্ট ২০২২
অন্যদের ব্যর্থতার দিনে অধিনায়ক মিথুনের প্রতিরোধ

প্রায় তিন বছর পর বিদেশ সফরে গিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ দিয়ে শুরু হয়েছে সফর। লাল বলের ক্রিকেটে জাতীয় দলের ব্যর্থতাকেই যেন অনুসরণ করলো ‘এ’ দলও! শুরতেই একগাদা উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন অধিনায়ক মোহাম্মদ মিথুন।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে ম্যাচের শুরুটা হয়েছে অনেক দেরীতে। কয়েকদিন আগে এই মাঠে হওয়া কোনো এক অনুষ্ঠানের কারণে আউটফিল্ডের সমস্যা হয়েছিল। সেটা ঠিক করতেই দেরী হয় ম্যাচ মাঠে গড়াতে। 

এমনকি ম্যাচ শুরুর পরও অন্তত প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। প্রথম দিনে হওয়া ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সফরের প্রথম টসটা হেরেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিথুন। টস হেরে প্রথম ব্যাটিং করতে নামে মিথুনের দল।

‘ভুল শুধরে’ জিম্বাবুয়ের বিপক্ষে জয় চান তামিম ইকবাল

ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে বাংলাদেশের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের! কাল আরও একবার খালি হাতে ফিরে যান তিনি, মাত্র ছয় রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

সেন্ট লুসিয়ায় এদিন দারুণ শুরু করেছিলেন তিন নম্বরে নামা সাইফ হাসান। তবে তিনিও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। দলীয় ৩৬ রানে ব্যক্তিগত ২০ রানে ফিরে যান তিনি।

sportsmail24

ছয় রানের ব্যাবধানে ফিরে যান ফজলেও মাহমুদও! উইকেটে থিতু হয়ে উইকেট ছুড়ে দিয়ে যান আরেক ওপেনার সাদমান ইসলাম অনিক। দলীয় ৫৪ রানে ফিরে যান তিনি, তখন তার নামের পাশে যোগ হয়েছে মাত্র ১৭ রান!

উইকেটরক্ষক জাকির হাসানও এদিন ব্যাট হাতে কিছু না করতে পারলে ৯১ রানেই ছয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরই আট নম্বরে নামা স্পিনার নাইম হাসানকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক মিথুন।

৭৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশকে ব্যাটিং বিপর্যয়ের হাত বাঁচিয়েছেন তিনি। নাইমকে নিয়ে গড়েছেন ৭ বলে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার নাইম অপরাজিত আছেন ৪৫ বলে ২৩ রানে। দু’জনের দৃঢ়তায় দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াদকে টি-টোয়েন্টি স্কোয়াডে নেওয়ার বিষয়ে জানতেন না বোর্ড সভাপতি

রিয়াদকে টি-টোয়েন্টি স্কোয়াডে নেওয়ার বিষয়ে জানতেন না বোর্ড সভাপতি

টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে রিয়াদ-সাকিবসহ চারজন

টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে রিয়াদ-সাকিবসহ চারজন

এশিয়া কাপের আগে আবারও শাস্তির শঙ্কায় সাকিব

এশিয়া কাপের আগে আবারও শাস্তির শঙ্কায় সাকিব

শঙ্কায় সোহানের এশিয়া কাপ খেলা

শঙ্কায় সোহানের এশিয়া কাপ খেলা