এশিয়া কাপের দল ঘোষণায় বাড়তি সময় পেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৬ আগস্ট ২০২২
এশিয়া কাপের দল ঘোষণায় বাড়তি সময় পেল বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরে গিয়ে একের পর এক হারের সাথে ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের আগে দলের এমন অবস্থায় চিন্তার ভাজ পড়েছে বোর্ড কর্তাদের কপালে। তবে উপায় না দেখে এশিয়া কাপের জন্য দল ঘোষণা বাড়তি সময় চেয়ে সাড়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুটা স্বস্তি পাওয়া বাংলাদেশ এখন ১১ আগস্টের মধ্যে দল দিতে পারবে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানের হারের পর সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। শুধু হার নয়, এ ম্যাচে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। এছাড়া ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলাম।

এক ম্যাচে এ তিনজন ছাড়াও আগে থেকে ইনজুরিতে পড়া আরও তিন ক্রিকেটার চোট কাটিয়ে এখনো মাঠে ফিরতে পারেননি। ইনজুরিতে পড়া ছয়জন ক্রিকেটারই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য। এশিয়া কাপের আগে দলের এমন ইনজুরি নিয়ে বেশ দুঃচিন্তায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেধে দেওয়া নিয়ম অনুযায়ী চলতি আগস্টের ৮ তারিখের মধ্যে সদস্য দেশের দল ঘোষণা করতে হবে। হাতে সময় না থাকায় বাধ্য হয়ে হয়ে সময় বাড়ানোর আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সুসংবাদ হলো- বিসিবির আবেদন গ্রহণ করে সময় দিয়েছে এসিসি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমাদের অনেক ক্রিকেটার চোটে পড়েছে, যারা দলের মূল ক্রিকেটার। এছাড়া আগে চোটে পড়া ক্রিকেটারদের কী অবস্থা, সেটাও নিশ্চিত হওয়া বিষয় রয়েছে। মেডিকেল বিভাগের এসব মূল্যায়ন করবে। তবে একটু সময় লাগবে।”

তিনি আরও বলেন, “ এ সব বিষয় নিয়ে আমরা এসিসি’র কাছে বাড়তি সময় চেয়েছিলাম। তারা আমাদের সেটি দিয়েছে। এখন আমাদের ১১ আগস্টের মধ্যে দল ঘোষণা করলেই হবে।”

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পেয়ে পুরো সফর থেকে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। দেড় বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা ডানহাতি তরুণ পেসার হাসান মাহমুদও চোট পেয়েছেন।

দলের এমন ইনজুরির হানার মাঝে এশিয়া কপের আগে টি-টোয়েন্টির নেতৃত্বের পরিবর্তন নিয়েও আলোচনা রয়েছে। সব মিলিয়ে দল ঘোষণায় বাড়তি সময় পাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি ভালো সংবাদ।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

যুদ্ধ বিমানের পাইলট হতে পাকিস্তান ছেড়েছিলেন সিকান্দার রাজা

যুদ্ধ বিমানের পাইলট হতে পাকিস্তান ছেড়েছিলেন সিকান্দার রাজা

‘এই ধরাটা একদিন না একদিন খেতেই হতো’

‘এই ধরাটা একদিন না একদিন খেতেই হতো’

প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজারি ক্লাবে তামিম

প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজারি ক্লাবে তামিম

এশিয়া কাপের আগে আবারও শাস্তির শঙ্কায় সাকিব

এশিয়া কাপের আগে আবারও শাস্তির শঙ্কায় সাকিব