বিপিএল শুরুর আগেই শেষ হবে লঙ্কা প্রিমিয়ার লিগ, তারিখ চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৯ আগস্ট ২০২২
বিপিএল শুরুর আগেই শেষ হবে লঙ্কা প্রিমিয়ার লিগ, তারিখ চূড়ান্ত

অর্থনৈতিক-রাজনৈতিক দুরাবস্থায় আগস্টে নির্ধারিত সময়ে আয়োজিত হচ্ছে না লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) তৃতীয় আসর। নির্ধারিত সময়ে আয়োজিত না হলেও ২০২২ সালেই মাঠে গড়াবে টুর্নামেন্টের তৃতীয় আসর। চলতি বছরের ৬ ডিসেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট।

চলতি বছরের ৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। এই আসর শেষের কয়েকদিন পরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসর।

এলপিএলের আয়োজনের এই তারিখ চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা সুমান্থা ডোডানওয়ালা। পাশাপাশি এলপিএলের স্পনসর প্রতিষ্ঠান আইপিজিও বিষয়টি নিশ্চিত করেছে।

অর্থনৈতিক দুরাবস্থায় আগস্টে এলপিএল আয়োজন থেকে সরে আসে। এমনকি এশিয়া কাপ আয়োজনেও অপরাগ হয়েছে দেশটি। এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হবে আরব আমিরাতের মাটিতে। আমিরশাহিতে আয়োজিত হলেও আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচনা করা হয়েছিল এলপিএলকে। এই টুর্নামেন্ট আয়োজন করতে না পারায় চার দলের মধ্যকার একটি টুর্নামেন্ট আয়োজন করছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)।

এলপিএলের তৃতীয় আসরকে সামনে রেখে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে প্লেয়ার্স ড্রাফট। ওই সময়ে বিগব্যাশ চলায় নতুন করে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে কি-না তা এখনো নিশ্চিত করেনি এসএলসি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে ১০ শ্রীলঙ্কান উধাও

কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে ১০ শ্রীলঙ্কান উধাও

আইসিসির জুলাই সেরা প্রভাত জয়াসুরিয়া

আইসিসির জুলাই সেরা প্রভাত জয়াসুরিয়া

এশিয়া কাপ থেকে ৬ মিলিয়ন ডলার পাবে শ্রীলঙ্কা

এশিয়া কাপ থেকে ৬ মিলিয়ন ডলার পাবে শ্রীলঙ্কা

অস্থিরতা ছাড়াও এশিয়া কাপ না আয়োজনে ভিন্ন কারণ ছিল শ্রীলঙ্কার

অস্থিরতা ছাড়াও এশিয়া কাপ না আয়োজনে ভিন্ন কারণ ছিল শ্রীলঙ্কার