মাঠে পরিস্থিতি বিবেচনায় ব্যাটারদেরকেই সিদ্ধান্ত নিতে হবে: সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৫ আগস্ট ২০২২

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতা যেন কোনোভাবেই ঢাকা পড়ছে না। মাঠে বোলারদের চেয়ে ব্যাটারদের পারফর্মেন্সের পাল্লাটাই ভারি হয়ে উঠেছে। এই সমস্যা থেকে ব্যাটারদের বেরিয়ে আসতে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হবে বলে মত দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

টি-টোয়েন্টিতে টানা ব্যর্থতার বৃত্তে আটকে থাকা বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রতি ম্যাচেই থাকে একের পর এক অভিযোগ। সেই অভিযোগ কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট নয়। বরং নিতে হবে ক্রিকেটারদেরকেই।

এই বিষয়ে সুজন বলেন, “প্লেয়ারকে সিদ্ধান্ত নিতে হবে মাঠে গিয়ে সে কিভাবে ব্যাটিং করবে, পরিস্থিতি কি। আপনি কি ১৩০ চেজ করতেছেন নাকি ১৮০ চেজ করতেছে, এটা খুব জরুরি।”

তিনি আরও বলেন, “শেখায় দেওয়ার কিছু নেই, কোচ তো শেখায় দিবে না। আপনি যথেষ্ট অভিজ্ঞ, যথেষ্ট বুদ্ধিমান, আপনি এই ফরম্যাট খেলেছেন অনেকদিন ধরে, আপনাকে বুঝতে হবে এইসব পরিস্থিতি আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।”

এই ফরম্যাটের ব্যর্থতার ঘোরটোপ থেকে বের হতে নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলতে চান খালেদ মাহমুদ সুজন। বলেন, “আমরা চাই অলআউট ক্রিকেট খেলবো। আমাদের তো হারানোর কিছু নেই, টি-টোয়েন্টিতে তো আমরা নাম্বার ওয়ান টিম না। আমাদের চিন্তা থাকবে আন্ডারডগদের সঙ্গে খেলতেছি না বরং আমরা আন্ডারডগ, আমরা বড়দের ধরবো এটাই আমাদের কাজ।”

এছাড়াও ক্রিকেটারদের প্রতি আহবান আক্রমণাত্মক ক্রিকেট খেলা। এ নিয়ে তার ভাষ্য, “আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে,। ১৮০ রান করতে হবে, যে কোনো ম্যাচ জিততে হলে। এরপরও আপনি জিতবেন কিনা সেটা নিশ্চিত নয়। অন্তত ঐ পার্টটা তো আপনার ধরতে হবে, ১৬০ প্লাস করতে হবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল

তিন বছর পর জাতীয় ফিরে সাব্বিরের শুকরিয়া আদায়

তিন বছর পর জাতীয় ফিরে সাব্বিরের শুকরিয়া আদায়

‘অনেকদিন পর দলে ফিরেছি, সবাই আপন করে নিয়েছে’

‘অনেকদিন পর দলে ফিরেছি, সবাই আপন করে নিয়েছে’

বিসিবির কঠোর অবস্থানের পর চুক্তি বাতিলে সাকিবের সম্মতি

বিসিবির কঠোর অবস্থানের পর চুক্তি বাতিলে সাকিবের সম্মতি