বাংলাদেশে ২০২২ নারী এশিয়া কাপ শুরু ১ অক্টোবর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৩ আগস্ট ২০২২
বাংলাদেশে ২০২২ নারী এশিয়া কাপ শুরু ১ অক্টোবর

২০২২ সালের নারীদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। চলতি বছর ১ অক্টোবর শুরু এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে প্রাকৃতিক সৌন্দর্যের শহর সিলেটে এবং শেষ হবে একই মাসের ১৬ তারিখ। সাতটি দেশ এবারের আসরে অংশ নিতে বাংলাদেশে আসবে। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেনি। তবে ক্রিকেট বিষয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আয়োজক দেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে’র (বিসিবি) একজন পরিচাচলকের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে। 

চলতি বছরের ২৭-২৮ সেপ্টেম্বর স্বাগতিক বাংলাদেশ বাদে বাকি ছয় দেশের সিলেট পৌঁছানোর কথা রয়েছে। টুর্নামেন্টে অংশ নিবে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর মাঠে হবে এশিয়া কাপের ম্যাচ । এছাড়া দুই নম্বর মাঠে অনুশীলন করবে অংশ নেওয়া দেশগুলো। 

এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিব দুর্দান্ত না খেললে অবাক হবো: ওয়াটসন

২০১৮ সালের পর আর কোনো নারী ক্রিকেট দল বাংলাদেশে আসেনি। ফলে চার বছর পর মেয়েদের কোনো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া ২০১৪ সালে সর্বশেষ কোনো নারী দলের ম্যাচ আয়োজন হয়েছিল সিলেটে। আট বছর পর আবার চা’য়ের দেশে ফিরতে যাচ্ছে নারীদের ক্রিকেট। 

২০২৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ওই আসরের সেমিফাইনাল ও ফাইনাল হতে পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

sportsmail24

সর্বশেষ ২০১৮ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছিল নারীদের এশিয়া কাপের। যেখানে আসরের সবচেয়ে সফল দল ভারতকে (ছয়বার চ্যাম্পিয়ন) ফাইনালের শেষ বলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশের নারীরা। 

২০২০ সালেই এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের। যেটা পিছিয়ে ২০২১ সালে নেওয়ার পর একপর্যায়ে বাতিল হয়ে যায়। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলা টাইগার্সের কোচিংয়ে আফতাব-স্টনিয়ার, মেন্টর নাজমুল আবেদিন

বাংলা টাইগার্সের কোচিংয়ে আফতাব-স্টনিয়ার, মেন্টর নাজমুল আবেদিন

দল খেলবে বিশ্ব আসরে, ডোমিঙ্গো থাকবেন ঢাকায়

দল খেলবে বিশ্ব আসরে, ডোমিঙ্গো থাকবেন ঢাকায়

আমরা ফাইভের ছাত্র না, যে সব শিখিয়ে দিতে হবে: সাকিব

আমরা ফাইভের ছাত্র না, যে সব শিখিয়ে দিতে হবে: সাকিব

এশিয়া কাপে নয়, পরিবর্তন চোখে পড়বে বিশ্বকাপে: সাকিব

এশিয়া কাপে নয়, পরিবর্তন চোখে পড়বে বিশ্বকাপে: সাকিব