দেশে ফিরে কথা বলেনি বাংলাদেশ ক্রিকেট দলের কেউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২
দেশে ফিরে কথা বলেনি বাংলাদেশ ক্রিকেট দলের কেউ

নেতৃত্ব ও কোচ বদলে নতুন শুরুর আশা নিয়ে এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে কোনো সুখর নয়, ব্যর্থতার হতাশা নিয়ে দেশে ফিরতে হয়েছে। গ্রুপ পর্বের দুই ম্যাচেই হারের পর শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরে বিমানবন্দর নেমে সংবাদ মাধ্যমের সাথেও কথা বলেননি কোনো ক্রিকেটারা।

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলা বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আয়োজন শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ও বাঁচ-মরার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ গড়লেও বাজে বোলিং-ফিল্ডিংয়ে হারের স্বাদ নেয় টাইগাররা।

গ্রুপ পর্বের দুই ম্যাচেই হারের স্বাদ নেওয়া এশিয়া কাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ফলে খালি হাতে হতাশা নিয়ে দেশে বিমান ধরতে হয়েছে সাকিব আল হাসানের বাহিনীর। নিজেদের এশিয়া কাপ শেষ হওয়ায় দুবাই থেকে শনিবার সকাল ঢাকায় পা রাখে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাকিবদের বহনকারী বিমান। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেন। তবে টাইগারদের দেশে ফেরার সংবাদে বিমানবন্দনে সাংবাদিকরা উপস্থিত হলেও তাদের সাথে কথা বলেননি কেউ।

এদিকে, দল আসলেও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত হওয়া টেকনিক্যাল কনসাল্টেন্ট ভারতের শ্রীধরন শ্রীরাম ঢাকায় আসেননি। জানা গেছে, এক সপ্তাহ পর ১১ সেপ্টেম্বর (রোববার) ঢাকায় আসবেন তিনি। এর আগে দলের সাথে ঢাকা থেকেই এশিয়া কাপে গিয়েছিল তিনি।

শ্রীধরন শ্রীরাম ছাড়াও দলের সাথে ঢাকায় আসেননি ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। জানা গেছে, নিউজিল্যান্ডের ক্যাম্পে সরাসরি যোগ দেবেন তিনি।

এদিকে, বাংলাদেশ দল ঢাকা পৌঁছে মাত্র কয়েক দিনের বিরতি পাবে। এরপরেই অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে শুরু হবে বিশেষ ক্যাম্পে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পে শ্রীধরন শ্রীরামের যোগ দেওয়ার কথা রয়েছে। কয়েক দিনের অনুশীলন শেষে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর নিউজিল্যান্ড এবং বিশ্বকাপের উদ্দেশে ঢাকা ছাড়বে সাকিব আল হাসানরা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে হারের ম্যাচে সাকিবের দুটি মাইলফলক স্পর্শ

শ্রীলঙ্কার বিপক্ষে হারের ম্যাচে সাকিবের দুটি মাইলফলক স্পর্শ

বোলিং ব্যর্থতায় হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ

বোলিং ব্যর্থতায় হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ

যারা ভালো করবে তারাই দলে থাকবে, খুবই সিম্পল হিসাব: সাকিব

যারা ভালো করবে তারাই দলে থাকবে, খুবই সিম্পল হিসাব: সাকিব

স্পিনারের ‘নো বল’ একটা বড় অপরাধ: সাকিব

স্পিনারের ‘নো বল’ একটা বড় অপরাধ: সাকিব