এটি আমার ও পরিবারের জন্য গর্বের: জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২
এটি আমার ও পরিবারের জন্য গর্বের: জ্যোতি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রবর্তিত ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মোট পাঁচ ক্যাটাগরির এ পুরস্কারে শেরপুরের মেয়ে জ্যোতি পুরস্কৃত হয়েছেন ক্রীড়া ও সংস্কৃতিতে।

দ্বিতীয় বারের মতো এবার ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রবর্তিত এ সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়ে নিজেকে গর্বিত মনে করছেন নিগার সুলতানা জ্যোতি।

পুরস্কার প্রাপ্তির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় নিগার সুলতানা জ্যোতি বলেন, “আসলামু আলাইকুম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ এ ক্রীড়া ও সংস্কৃতি ক্যাটাগরিতে আমাকে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। একই সাথে এর সাথে সংশ্লিষ্ট সকলকেই আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ।”
sportsmail24
ভারতের মেঘালয় ঘেষা সীমান্তবর্তী জেলা শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতি ২০১৯ সালে সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের অভিষিক্ত হয়। এরপর একই বছরের অক্টোবরে পাকিস্তারে বিপক্ষেই ওয়ানডে ক্যারিয়ার শুরু করেন তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে সফলতার সাথে পারফর্ম করে আসা নিগার সুলতানা এখন দুই ফরম্যাটেই জাতীয় দলে নেতৃত্ব দিচ্ছেন। ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ পেয়ে আরও বলেন, “এটি আমার এবং আমার পরিবারের জন্য গর্বের বিষয়। যা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য অনপ্রেরণা জোগাবে। সবাইকে ধন্যবাদ।”

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দল বর্তমানে সংযুক্ত বারব আমিরাতে অবস্থান করায় নিজ হাতে পুরস্কার নিতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। তার হয়ে যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রীর হাত থেকে জ্যোতির বাবা পুরস্কারটি গ্রহণ করেছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন নিগার সুলতানা জ্যোতি

শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন নিগার সুলতানা জ্যোতি

অচেনা কন্ডিশনেও নিজেদের ফেভারিট ভাবছেন নিগার সুলতানা জ্যোতি

অচেনা কন্ডিশনেও নিজেদের ফেভারিট ভাবছেন নিগার সুলতানা জ্যোতি

দুর্দান্ত ফর্মে জ্যোতি, পাঁচ ম্যাচের চারটিতেই অপরাজিত

দুর্দান্ত ফর্মে জ্যোতি, পাঁচ ম্যাচের চারটিতেই অপরাজিত

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা