বিশ্বকাপে বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২
বিশ্বকাপে বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ টিকিট বিক্রির হালনাগাদ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। ইতিমধ্যে টুর্নামেন্টের ৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে ২৩ অক্টোবর ভারত-পাকিস্তানের এবং ২৭ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে।

পাশাপাশি ভারত ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ রানার্স-আপ ম্যাচেরও টিকিট শেষ হয়েছে। অতিরিক্ত টিকিট ছাড়া হলে অপেক্ষমাণ তালিকায় থাকা ভক্তরা পরবর্তীতে কিনতে পারবেন।

২২ অক্টোবর এসসিজিতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ওই ম্যাচের কিছু টিকিট এখনও বাকি আছে। সাথে ৩০ অক্টোবর পাকিস্তান-প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ রানার্স-আপ, ভারত-দক্ষিণ আফ্রিকা এবং ৩ নভেম্বর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচের কিছু টিকিট এখনও অবিক্রিত রয়েছে।

এছাড়া অন্যান্য ম্যাচের বেশিরভাগ টিকিট এখনও অবিক্রিত অবস্থায় রয়েছে। যা আইসিসি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ১৬ অক্টোবর থেকে ১৬টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আস শুরু হবে। প্রথম রাউন্ডে দু’টি গ্রুপে ভাগ হয়ে আটটি দল খেলবে।

দুই গ্রুপ থেকে সেরা চার দল উঠবে সুপার টুয়েলভে। সুপার টুয়েলভে আগের থেকেই নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে সেরা আটটি দল। এবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ।

২৪ অক্টোবর প্রথম রাউন্ড থেকে ওঠে আসা ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা। এরপর ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ৩০ অক্টোবর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে, ২ নভেম্বর ভারতের বিপক্ষে এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিশ্বকাপ দলে আফ্রিদি, বাদ ফখর জামান

পাকিস্তানের বিশ্বকাপ দলে আফ্রিদি, বাদ ফখর জামান

নবির নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, দলে নতুন মুখ

নবির নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, দলে নতুন মুখ

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

একমাস আগেই বিশ্বকাপের ৫ লাখের বেশি টিকিট শেষ

একমাস আগেই বিশ্বকাপের ৫ লাখের বেশি টিকিট শেষ